শামসুর রহমান শরীফের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বণিক বার্তা অনলাইন

সাবেক মন্ত্রী, পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘোড়িয়া) আসনের সংসদ সদস্য শামসুর রহমান শরীফ দিলুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক শোকবার্তায় পচাত্তরের ১৫ আগস্টের পর দলের দুঃসময়ে শামসুর রহমান শরীফ দিলুর ভূমিকার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি আরও বলেন, ভাষা সৈনিক এই ত্যাগী ও জনবান্ধব রাজনীতিবিদের মৃত্যুতে দেশ ও জাতির এক অপূরণীয় ক্ষতি হ'ল।

প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান

ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ দিলু আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি (ইন্না......রাজেউন)।

মরহুমের ছেলে গালিবুর রহমান শরীফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর রাত ৩ টা ৩৮ মিনিটে তার বাবার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৯ বছর।

ইউনাইটেড হাসপাতালের চিফ অব কমিউনিকেশনস ডা. সাগুফা আনোয়ার জানান, গত ১১ মার্চ থেকে এ হাসপাতালে ভর্তি ছিলেন সাংসদ শামসুর রহমান শরীফ। বার্ধক্যজনিত নানা জটিলতায় তিনি ভুগছিলেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন