বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত সামগ্রী জাতীয় আরকাইভে জমা দেয়ার আহ্বান

বণিক বার্তা অনলাইন

মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে বঙ্গবন্ধুর জীবন, কর্ম ও তার স্মৃতি বিজড়িত যেকোন সামগ্রী জাতীয় আরকাইভে সংরক্ষণ ও প্রচারের লক্ষ্যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের হেফাজতে থাকা এধরনের সামগ্রী আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরে জমা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি’র কর্মপরিকল্পনায় বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সংক্রান্ত একটি আরকাইভ প্রতিষ্ঠার সিদ্ধান্ত অনুযায়ী বঙ্গবন্ধু সম্পর্কিত মূল্যবান আরকাইভস সামগ্রী সংগ্রহের লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর এ উদ্যোগ গ্রহণ করেছে।

জাতীয় আরকাইভস অধ্যাদেশ ১৯৮৩ এর বিধানের আলোকে সরকারি নির্দেশনা অনুযায়ী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম সম্পর্কিত দুর্লভ ছবি, অডিও-ভিডিও, পান্ডুলিপি, দলিল, পত্রিকা, চিঠি, হাতে লেখা বা প্রিন্টেড ডকুমেন্টস এবং বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত অন্য যেকোন সামগ্রী জাতীয় আরকাইভে সংরক্ষণ ও প্রচারের জন্য মহাপরিচালক, আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর (মোবাইল: ০১৯১৩৩৮৪৮৯৫, ইমেইল: [email protected]) বরাবর প্রেরণ কিংবা অবহিতকরণের জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন