পিছিয়ে গেল নারী ফুটবল লিগ

ক্রীড়া প্রতিবেদক

পূর্বনির্ধারিত সময়ে আদৌ খেলা শুরু করা যাবে কিনা, এ নিয়ে আশঙ্কা ছিল। শেষ পর্যন্ত তাই হলো। পিছিয়েই গেল প্রতীক্ষার নারী লিগ।

গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানায়, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের কারণে অংশগ্রহণকারী দলগুলোর অনুরোধে লিগ ৩১ জানুয়ারি শুরু করা যাচ্ছে না। লিগ শুরুর পরবর্তী তারিখ স্বল্প সময়ের মধ্যেই ঘোষণা করা হবে।

এ লিগের জন্য দলবদল কার্যক্রম শুরু হয় ১২ জানুয়ারি, গতকাল তা শেষ হলো। এদিন দলবদলে অংশ নেয় বসুন্ধরা কিংস, এফসি উত্তরবঙ্গ, নাসরিন স্পোর্টিং ক্লাব, কাচারিপাড়া একাদশ, কুমিল্লা ইউনাইটেড, স্বপ্নচূড়া অ্যান্ড আক্কেলপুর ফুটবল একাডেমি, স্পার্টান এমকে গ্যালাকটিকো সিলেট এফসি ও বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব।

জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন এ লিগে সর্বোচ্চ ৫ লাখ টাকা পারিশ্রমিকে বসুন্ধরায় খেলবেন। তিনি সতীর্থ হিসেবে পাচ্ছেন কৃষ্ণা, মনিকাহ জাতীয় দলের একঝাঁক তারকাকে। আসন্ন লিগে শিরোপা জয়ের পাশাপাশি সর্বোচ্চ গোলদাতা হওয়ার লক্ষ্যের কথা জানান সাবিনা। তার কথায়, ‘লিগে নিজ দল বসুন্ধরা কিংসকে চ্যাম্পিয়ন করতে চাই। সেসঙ্গে সর্বোচ্চ গোল করতে চাই।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন