চীনে বন্যপ্রাণি বেচাকেনায় নিষেধাজ্ঞা

বণিক বার্তা অনলাইন

করোনা ভাইরাস প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে বন্যপ্রাণি বেচাকেনার ওপর সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে চীনা কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত স্থানীয় বাজার, সুপারমার্কেট, রেস্টুরেন্ট এবং ই-কমার্স প্লাটফর্মে সব ধরনের বন্যপ্রাণি বিক্রি নিষিদ্ধ থাকবে। হুবেই প্রদেশের উহান শহরের বন্যপ্রাণি বেচাকেনার একটি বেআইনি বাজার থেকে এ ভাইরাস ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই বাজারে বিভিন্ন বন্যপ্রাণির মাংস বিক্রি করা হতো।

আজ রোববার চীনের কৃষি মন্ত্রণালয়সহ তিনটি সরকারি সংস্থা এক যৌথ নির্দেশনায় বলেছে, এ নির্দেশ দেয়ার পর থেকে সব প্রজাতির বন্যপ্রাণি পালন, পরিবহন এবং বিক্রি নিষিদ্ধ থাকবে। মহামারি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। 

বেইজিংয়ে আল জাজিরার সাংবাদিক স্কট হিডলার জানিয়েছেন, বন্যপ্রাণি বেচাকেনা নিষিদ্ধ করেই ক্ষান্ত হচ্ছে না কর্তৃপক্ষ; এ ব্যবসার সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের আলাদা করে সম্ভাব্য সংক্রমণ রোধে প্রয়োজনীয়  ব্যবস্থা নেয়া হবে।

সূত্র: আল জাজিরা

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন