প্রথমবারের মতো চীন থেকে এলএনজি আমদানি কম্বোডিয়ার

বণিক বার্তা ডেস্ক

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির ক্রমবর্ধমান চাহিদা পূরণে নতুন বাজারের খোঁজে নেমেছে কম্বোডিয়া। এর অংশ হিসেবে কম্বোডিয়ান ন্যাচারাল গ্যাস করপোরেশন লিমিটেড চীনা রাষ্ট্রীয় গ্যাস অ্যান্ড পাওয়ার গ্রুপ লিমিটেড সিএনওওসি সম্প্রতি একটি যৌথ প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পের আওতায় প্রথমবারের মতো চীন থেকে এলএনজি আমদানি করছে কম্বোডিয়া। খবর সিনহুয়া খেমার টাইমস।

কম্বোডিয়ান ন্যাচারাল গ্যাসের প্রশাসনিক কর্মকর্তা পেং স্রোস চোরানেই বলেন, চীন থেকে কম্বোডিয়ার উদ্দেশে পাঠানো এলএনজি কনটেইনার এরই মধ্যে দেশটির শিহানুকভ্যালি বন্দরে এসে পৌঁছেছে। দেশটিতে জ্বালানির চাহিদা ক্রমেই বাড়ছে, বিশেষ করে হোটেল রেস্টুরেন্টে।

কম্বোডিয়াভিত্তিক সংবাদ মাধ্যম খেমার টাইমস জানিয়েছে, ক্লিন এনার্জি হিসেবে পরিচিত এলএনজির বৈশ্বিক চাহিদা বাড়ছে। পরিবেশ ইস্যুর সঙ্গে তাল মিলিয়ে কম্বোডিয়াও পণ্যটির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন