কেরালার পর সিএএর বিরুদ্ধে প্রস্তাব পাস পাঞ্জাবের

বণিক বার্তা ডেস্ক

নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরুদ্ধে একটি প্রস্তাব পাস করেছে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ পাঞ্জাব সরকার। রাজ্যটির আগে সিএএর বিরুদ্ধে প্রথম প্রস্তাব পাস করে কেরালা সরকার। খবর এনডিটিভি।

গতকালের প্রস্তাব সম্পর্কে রাজ্যটির মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং বলেন, সিএএর প্রয়োজনীয় সংশোধনী নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আমরা একটি খসড়া পাঠিয়েছি। এতে আমরা পুরনো আইনের ভিত্তিতে আদমশুমারি পরিচালনা করার জন্য সুপারিশ করেছি। নতুন আদমশুমারিতে মুসলমান, হিন্দু, শিখ, খ্রিস্টান বা যে কাউকে অন্তর্ভুক্ত করার কথা বলেছি।

বিধান সভায় পাস হওয়া প্রস্তাবটি সম্পর্কে রাজ্যটির মন্ত্রী ব্রহ্ম মহিন্দ্র বলেন, কেন্দ্রীয় সরকার কর্তৃক ডিসেম্বরে পাস হওয়া সিএএ সারা দেশের জনগণকে ক্ষুব্ধ ও অস্থিরতা তৈরি করেছে। সারা দেশে প্রবহমান অস্থিরতা থেকে রেহাই পায়নি পাঞ্জাব।

এদিকে পাঞ্জাব সরকারের প্রস্তাবটিতে সিএএকে মৌলিকভাবে বৈষম্যমূলক ও অমানবিক বলে উল্লেখ করা হয়েছে। প্রস্তাবটিতে বলা হয়, সিএএ ভারতে ধর্মনিরপেক্ষ পরিচয়কে প্রশ্নাতীতভাবে প্রশ্নবিদ্ধ করেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন