২৫ বেসিস পয়েন্ট সুদহার কর্তন দ.আফ্রিকার

বণিক বার্তা ডেস্ক

দ্য সাউথ আফ্রিকান রিজার্ভ ব্যাংক বৃহস্পতিবার এক ঘোষণায় জানায়, তারা রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৬ দশমিক ২৫ শতাংশ নির্ধারণ করছে। খবর সিনহুয়া।

দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় ব্যাংকের রেপো রেট কর্তনের বিষয়টি চমক হিসেবে দেখা দিয়েছে, কারণ বিশেষজ্ঞরা আশা করছিলেন তা অপরিবর্তিত থাকবে। সর্বশেষ কর্তন হয়েছিল গত বছরের জুলাইয়ে। ব্যাংকটির গভর্নর লেসেতজা কেগানিয়াগো বলছেন, প্রবৃদ্ধি ও বিনিয়োগ চাঙ্গায় কিছু পদক্ষেপ গ্রহণ জরুরি হয়ে পড়ছিল। ২০১৯ সালে শূন্য দশমিক ৪০ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে বলে মনে করছেন তিনি, যেখানে পূর্ববর্তী পূর্বাভাসে শূন্য দশমিক ৫০ শতাংশ প্রবৃদ্ধি আশা করা হচ্ছিল।

তিনি আরো বলেন, ২০২০ ও ২০২১ সালের প্রবৃদ্ধি পূর্বাভাসও কমিয়ে যথাক্রমে ১ দশমিক ২০ শতাংশ (পূর্বাভাস ছিল ১ দশমিক ৪০ শতাংশ) এবং ১ দশমিক ৬০ শতাংশে (পূর্বাভাস ছিল ১ দশমিক ৭০ শতাংশ) নির্ধারণ করা হয়েছে। গত বছরের তৃতীয় ও চতুর্থ প্রান্তিকে প্রত্যাশার চেয়ে শ্লথগতির প্রবৃদ্ধিতে চলতি ও আগামী বছরের প্রবৃদ্ধি পূর্বাভাস কমানো হয়েছে বলে জানান কেগানিয়াগো।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন