‘আবেদকে অনুরোধ করেই ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও ব্যাংক করিয়েছিলাম’

বণিক বার্তা অনলাইন

বিশ্বের অন্যতম বৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদসহ বিশিষ্টজনদের মৃত্যুতে জাতীয় সংসদে শোকপ্রস্তাবে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘ফজলে হাসান আবেদকে আমি চিনি, তার স্ত্রী আমাদের আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। আমি প্রথমবার যখন সরকারে আসি, তখন আমিই তাকে অনুরোধ করেছিলাম একটা ইউনিভার্সিটি করতে এবং ব্যাংক তাকে আমি দিয়েছিলাম। ব্র্যাক ইউনিভার্সিটি এবং ব্র্যাক ব্যাংক আমিই অনুরোধ করে তাকে করিয়েছিলাম।’

আজ বৃহস্পতিবার নতুন বছরে জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে। জাতীয় সংসদ ভবনে বিকাল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।

প্রধানমন্ত্র্রী তার বক্তব্যে উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয় এবং ব্যাংকের জন্য স্যার ফজলে হাসান আবেদের দক্ষতার কথা তার জানা ছিল। তিন বলেন, ‘আমি জানতাম তার এই দক্ষতার কথা। তিনি এনজিও করতেন, কিন্তু তার কাজের ফলে সারা পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছিল।’

ফজলে হাসান আবেদের মৃত্যুর কিছুদিন আগের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ঠিক মৃত্যুর কিছুদিন আগে তিনি আমার সঙ্গে দেখা করেন। আমার খুব অবাক লাগে, তিনি নিজেই বলছিলেন, আমিতো (আবেদ) বেশিদিন বাঁচবো না। আমার সব কাজ আমি সবাইকে বুঝিয়ে দিয়ে যাচ্ছি। আমার মেয়েকেও আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে গেলাম। এমন একজন অমায়িক মানুষ ছিলেন তিনি। তিনি যথেষ্ট সম্মান আমাদের দেশের জন্য বয়ে নিয়ে এসেছেন।’

এর আগে প্রধানমন্ত্রী জাতীয় সংসদের গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. ইউনুস আলী, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পী, কূটনীতিক মোয়াজ্জেম আলী, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন (বীর বিক্রম), শায়খুল হাদিস আল্লামা আশরাফ আলীসহ তালিকার সবার মৃত্যুতে শোক প্রকাশ করেন। তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের এবারের শোকপ্রস্তাবে নামের তালিকায় অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তারা আমাদের মাঝে নাই।... এখানে যাদের নাম আছে, প্রত্যেকেই সমাজে আমাদের কিছু কিছু দিয়ে গেছেন। আমি সকলের আত্মার মাগফেরাত কামনা করছি।’


>>আমার চোখে আবেদ ভাই

>> বাইরের চাপ নয়, বাংলাদেশের দরকার শক্তিশালী ঐক্য

>> ব্র্যাকই আবেদকে দেবে অমরত্ব

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন