ঢাকা আইনজীবী সমিতিতে আগুন

বণিক বার্তা অনলাইন

রাজধানীর পুরান ঢাকায় ঢাকা আইনজীবী সমিতির তৃতীয় তলায় কনফারেন্স রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন খুব স্বল্প সময়ে আগুন নিয়ন্ত্রণেও এনেছে।

আজ বৃহস্পতিবার সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর জিয়াউর রহমান জানান, সকালের ওই ভবনে আগুন লাগার খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট পাঠিয়েছি। আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমাদের ফায়ার ফাইটাররা এখনো সেখানে কাজ করছেন। 

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলেও জানান এই কর্মকর্তা।

এদিকে অগ্নিকাণ্ডের পরপরই অসংখ্য আইনজীবী ভবন থেকে নিচে নেমে আসেন। আগুনের তীব্রতা বোঝা না গেলেও ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন