কর্মকর্তাদের প্রশিক্ষণে মুক্তিযুদ্ধের বিষয়বস্তু অন্তর্ভুক্তির সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) প্রশিক্ষণ মডিউলে মুক্তিযুদ্ধ-সংক্রান্ত বিষয়াদি অন্তর্ভুক্তির সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। প্রশিক্ষণার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা বাড়াতে সংসদীয় কমিটির পক্ষ থেকে এ সুপারিশ করা হয়েছে। গতকাল সংসদ ভবনে কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমানের সভাপতিত্বে সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কমিটির সদস্য জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, আ স ম ফিরোজ, হাফিজ আহমদ মজুমদার, পনির উদ্দিন আহমেদ ও মোকাব্বির খান অংশ নেন।

বৈঠকে বিপিএটিসির কার্যক্রম প্রশিক্ষণের মধ্যে সীমাবদ্ধ না রেখে জনপ্রশাসন সম্পর্কিত গবেষণা কেন্দ্রে উন্নীত করার পরামর্শ দেয়া হয়। সভায় সরকারের সব সার্ভিসের কর্মকর্তাদের মধ্যে সামঞ্জস্য বজায় রেখে প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রম ত্বরান্বিত করতে কমিটি সুপারিশ করে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন