প্রকাশিত প্রতিবেদনের ব্যাখ্যা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক

জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ভারতে থাকলে তাদের গ্রহণ করা হবে’—শিরোনামে দেশের কতিপয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দৃষ্টি আকর্ষণ করেছে পররাষ্ট্রমন্ত্রী . কে আব্দুল মোমেনের। প্রতিবেদনের বিষয়টি পরিষ্কার করতেই গতকাল গণমাধ্যমে একটি ব্যাখ্যা পাঠিয়েছেন তিনি।

এতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী . কে আব্দুল মোমেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উল্লেখ করেন, বাংলাদেশের নাগরিক ভারতে থাকলে এবং ভারত সরকার যদি বাংলাদেশ সরকারকে অবগত করে, তবে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের দেশে ফেরত আনা হবে। নিয়ম কেবল ভারতের ক্ষেত্রে প্রযোজ্য নয়, পৃথিবীর যেকোনো দেশে বাংলাদেশের নাগরিক অবস্থান করলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ফেরত আনা হয়।

পররাষ্ট্রমন্ত্রী জন্মসূত্রে শব্দটি উল্লেখ করেননি। জন্মসূত্রে শব্দটি ভুলভাবে প্রকাশিত হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন