কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ কিশোরের মৃত্যু

কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় প্রাইম প্লেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আসাদ নামের ১৪ বছর বয়সী ওই কিশোরের মৃত্যু হয়। এ নিয়ে গত ১১ ডিসেম্বর বিকালের ওই ঘটনায় ১৪ জনের মৃত্যু হল।  

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেন জানিয়েছেন, আসাদের শরীরের ৫০ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল। 

সামন্ত লাল আরো জানান, কেরানীগঞ্জে দগ্ধ আরও ১৭ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে নয়জনকে রাখা হয়েছে লাইফ সাপোর্টে। ১৭ জনের কেউ শঙ্কামুক্ত নন।

উল্লেখ্য, গত বুধবার ঢাকা কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা সেদিনই কারখানার ধ্বংসস্তূপ থেকে একজনের লাশ উদ্ধার করেন। বাকিরা পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত ১৪ জনের মধ্যে ১২ জনের মৃতদেহ শুক্রবার স্বজনদের কাছে হস্তান্তর করেছে ঢাকা জেলা প্রশাসক।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন