বিপিএলে সেরা চারে চোখ চট্টগ্রামের

ক্রীড়া প্রতিবেদক

 বঙ্গবন্ধু বিপিএল শুরুর আগে সবচেয়ে আলোচিত দল সম্ভবত চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলটির হয়ে ক্রিস গেইলের বিপিএলে খেলা না-খেলা নিয়ে বেশ উত্তপ্ত হয়ে উঠেছিল পরিবেশ তবে শঙ্কা দূর করে সময়ের অন্যতম সেরা তারকা গেইল আসবেন বিপিএল মাতাতে যদিও চোটের কারণে শুরুর দিকে পাওয়া যাবে না গেইলকে শেষ দিকে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন  তিনি বিপিএলের বিশেষ আয়োজন সামনে রেখে ভারসাম্যপূর্ণ দলই গড়েছে চট্টগ্রাম যেখানে গেইল ছাড়াও থাকছেন মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, কেসরিক উইলিয়ামস মোহাম্মদ মুসা চোট শঙ্কায় থাকলেও এরই মধ্যে দলের অনুশীলনে যোগ দিয়েছেন মাহমুদউল্লাহ শুরু করেছেন রানিংও

আনুষ্ঠানিকভাবে গতকাল থেকে অনুশীলন শুরু দলটির চূড়ান্ত লক্ষ্য শিরোপা জেতা হলেও প্রাথমিকভাবে তারা চোখ রাখছে সেরা চারে জায়গা নিশ্চিত করার ওপর গতকাল অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন কথাই বলেছেন চ্যালেঞ্জার্স তারকা নুরুল হাসান সোহান গতকাল মিরপুরে সোহান বলেন, আজ (গতকাল) অফিশিয়ালি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অনুশীলন শুরু হলো দেশী সবাই এসেছে, বিদেশীরা এখনো পৌঁছেনি আশা করি, দু-একদিনের মধ্যে সবাই চলে আসবে

সময় দল কেমন হয়েছে জানতে চাইলে এই উইকেট কিপার ব্যাটসম্যান বলেন, টি২০-তে যেদিন যারা ভালো খেলবে তারাই জিতবে যে সাতটা দল আছে, সবাই ব্যালান্স টিম আমাদের দলটাও ব্যালান্স অবস্থায় আছে এখন মাঠে যদি আমরা শতভাগ পারফর্ম করতে পারি এবং পরিস্থিতি অনুযায়ী যে কাজটা করা দরকার, সেটা যদি করতে পারি, তবে আমার মনে হয় ভালো ফল সম্ভব চট্টগ্রামের লক্ষ্য নিয়ে বলেন, সাতটা দলই মাঠে নামবে শিরোপা জিততে আমাদেরও চূড়ান্ত লক্ষ্য চ্যাম্পিয়নশিপ তবে তার আগে চার দলের মাঝে কোয়ালিফাই করা আমাদের প্রাথমিক লক্ষ্য ধাপে ধাপে এগিয়ে যেতে চাই

এদিকে সেরা চারে চোখ রাখার কথা বলেছেন চট্টগ্রামের টিম ডিরেক্টর জালাল ইউনুসও নিজেদের ফেসবুক পেজে দেয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, অবশ্যই আমরা চ্যালেঞ্জ নেব প্রথমে একটু খটকা ছিল, দলটা কেমন হলো? পরে যখন সাজাতে চেষ্টা করলাম, দেখলাম আমাদের দলটা খারাপ হয়নি চ্যালেঞ্জ তো নিতেই পারব আমার মনে হয় ঘরোয়া বিদেশী খেলোয়াড় মিলিয়ে এটা একটা ব্যালান্স দল হয়েছে আমরা শেষ চারে যাওয়ার চেষ্টা করব টি২০-তে কিন্তু

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন