দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনজনিত অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি ব্যবস্থাপনা সম্পর্কিত খসড়া জাতীয় কৌশল চূড়ান্ত করার প্রক্রিয়ায় আরো জন-অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের ফলে বিপন্ন অঞ্চলভিত্তিক ব্যবস্থাপনা কৌশল প্রণয়ন ও সেটিকে জাতীয় পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা প্রয়োজন। রাজধানীতে গতকাল অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তারা এসব দাবি জানান। কোস্ট ট্রাস্ট ও ক্যাম্পেইন ফর সাসটেইনেবল রুরাল লাইভলিহুড (সিএসআরএল) এ আলোচনার আয়োজন করে।
পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সভাপতি
ড. কাজী
খলিকুজ্জমান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দুর্যোগ
ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ড.
মো.
এনামুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র
মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো.
শহিদুল হক এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের
অতিরিক্ত সচিব মো. মহসিন। কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরীর
সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষজ্ঞ আলোচক ছিলেন বিসিএএসের অধ্যাপক ড. আতিক
রহমান, আরএমএমআরইর অধ্যাপক ড.
তাসনিম সিদ্দিক ও ব্রিটিশ কাউন্সিল প্রকাশ
কর্মসূচির টিম লিডার জেরি ফক্স।
অনুষ্ঠানে দুর্যোগ ও ত্রাণ
প্রতিমন্ত্রী বলেন, খসড়া জাতীয় কৌশলটি যত তাড়াতাড়ি সম্ভব সংশ্লিষ্টদের অংশগ্রহণ নিশ্চিত
করে এবং আন্তঃমন্ত্রণালয় প্রক্রিয়ায় সম্পন্ন হবে। এটি দ্রুত বাস্তবায়নে আমি
প্রতিশ্রুতিবদ্ধ।
ড. কাজী খলিকুজ্জমান আহমেদ বলেন, জাতীয়
কৌশল তৈরিতে অগ্রাধিকারের প্রয়োজনীয় ক্ষেত্রগুলো চিহ্নিত করা প্রয়োজন।