অবৈধ রেল ক্রসিং বন্ধে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠা অবৈধ রেল ক্রসিং বন্ধ ও বৈধ ক্রসিংগুলো চিহ্নিত করতে কেন নির্দেশনা দেয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব, মন্ত্রিপরিষদ সচিব, রেল সচিব, স্থানীয় সরকার সচিব, রেলের মহাপরিচালক ও পুলিশের মহাপরিদর্শককে রুলের জবাব দিতে বলা হয়েছে।

-সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। পাশাপাশি নিরাপদ রেল চলাচল নিশ্চিত করতে অবৈধ লেভেল ক্রসিং বন্ধ ও বৈধ লেভেল ক্রসিং চিহ্নিত করে প্রতিবন্ধক দেয়ার বিষয়ে অগ্রগতি জানাতে বলেছেন আদালত। তিন মাসের মধ্যে স্থানীয় সরকার সচিবসহ সংশ্লিষ্টদের ওই প্রতিবেদন দিতে হবে।

গত ২৪ নভেম্বর দেশের রেল ক্রসিংগুলোয় প্রয়োজনীয় সংখ্যক গেটম্যান নিয়োগ এবং রেললাইনের অবৈধ গেট বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহিন আরা লাইলী। গতকাল আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন আইনজীবী একলাছ উদ্দিন ভূইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন