কাল শুরু হ্যামিল্টন টেস্ট

রুটের পাশে স্টোকস

আগামীকাল ভোরে হ্যামিল্টন টেস্ট মাঠে নামছে নিউজিল্যান্ড ইংল্যান্ড মাউন্ট মঙ্গানুই টেস্টে ইনিংস ব্যবধানে পরাজিত হওয়ায় দ্বিতীয় টেস্টটি ইংলিশদের জন্য মহাগুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সিরিজ বাঁচাতে ম্যাচ জিততেই হবে ইংলিশদের টেস্ট জিততে ভীষণ চাপ রয়েছে অধিনায়ক জো রুটের ওপর আগের টেস্টে ইনিংস ব্যবধানে পরাজিত হওয়ায় সমালোচনার মুখে পড়েন রুট দুঃসময়ে তার পাশে দাঁড়ালেন অলরাউন্ডার বেন স্টোকস  

মাউন্ট মঙ্গানুইয়ে বড় হারের পর রুটের নেতৃত্ব নিয়ে সমালোচনা হয় এর জবাব দিয়ে গতকাল স্টোকস বলেন, সে (রুট) ইংল্যান্ডের সেরা খেলোয়াড় এবং সে জানে যে ড্রেসিংরুমের সবার সমর্থন তার ওপর রয়েছে আসলে ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়কের ওপর বিশাল চাপ থাকে এটা ইংল্যান্ডে এমনই এক কাজ যা নিয়ে অনেক সমালোচনা হয়, অনেক সময় তা অন্যায্যভাবেও করা হয় মাঠে ১১ জন খেলোয়াড় থাকে, যারা জয় কিংবা হারের জন্য ভূমিকা রাখে তাই শুধু অধিনায়ককে কাঠগড়ায় তোলা ঠিক নয়

হ্যামিল্টন টেস্টের দ্বিতীয় দিন দেশে ফিরে যাচ্ছেন ইংল্যান্ড কোচ ক্রিস সিলভারউড আত্মীয়ের মৃত্যুর কারণে তিনি দেশে ফিরছেন সিলভারউডের অনুপস্থিতিতে দলের দায়িত্ব নেবেন সহকারী কোচ গ্রাহাম থর্প পল কলিংউড ট্রেভর বেলিস অধ্যায় শেষে নতুন কোচ হিসেবে দায়িত্ব নেয়া সিলভারউডের এটিই ছিল ইংল্যান্ডের হয়ে প্রথম সিরিজ বিদেশ সফর বিবিসি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন