এশিয়ান আরচারিতে বাংলাদেশ

দলগত ইভেন্টে আশা

ক্রীড়া প্রতিবেদক

 এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের লক্ষ্য ছিল এসএ গেমসের আগে নিজেদের ঝালিয়ে নেয়া প্রস্তুতির মিশনে রিকার্ভ কম্পাউন্ড ডিভিশনের ব্যক্তিগত ইভেন্টে দৌড় শেষ হয়েছে বাংলাদেশী তীরন্দাজদের ছয় দলগত ইভেন্টের মধ্যে দুটি হার, আশার প্রদীপ জ্বলছে বাকি চার ইভেন্টে

ছেলেদের রিকার্ভ দলগত ইভেন্টের প্রথম রাউন্ডে বাই পাওয়া বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে ভিয়েতনামের সঙ্গে খেলবে চাইনিজ তাইপের বিপক্ষে প্রি-কোয়ার্টার ফাইনাল খেলবে নারী দল মেহনাজ আক্তার মুনিরা রোমান সানাকে নিয়ে গড়া রিকার্ভ মিশ্র দল দ্বিতীয় রাউন্ডে উত্তর কোরিয়ার কাছে হেরে গেছে

ছেলেদের কম্পাউন্ড দলগত ইভেন্টে প্রথম রাউন্ডে থাইল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ নারীদের দলগত ইভেন্টের প্রতিপক্ষ ফিলিপাইন সুস্মিতা বণিক অসীম কুমার দাসকে নিয়ে গড়া কম্পাউন্ড মিশ্র দল দারুণ প্রতিদ্বন্দ্বিতার পর দক্ষিণ কোরিয়ার কাছে ১৫৪-১৫৫ পয়েন্টে হেরে গেছে

দ্বিতীয় রাউন্ডে ফিলিপাইনের ফ্লোরান্তে এফ মাতানকে - সেটে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠে আসেন রোমান সানা রাউন্ডে স্বাগতিক থাইল্যান্ডের তানাপাত পাথাইরাতের কাছে - সেটে হেরে গেছেন অন্যতম দেশসেরা তীরন্দাজ উত্তর কোরিয়ার সাং হাইউক কিমকে - সেটে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠে আসা তামিমুল ইসলামও হেরে গেছেন রাউন্ডে তিনি হারেন বিশ্ব আরচারির পতাকায় খেলা ভারতীয় তীরন্দাজ জয়ন্ত তালুকদারের কাছে হারলেও বেশ লড়াই করেন তামিমুল, ব্যবধান ছিল - তার আগে দ্বিতীয় রাউন্ডে আরেক বাংলাদেশী তীরন্দাজ সাকিব মোল্লাকে - সেটে হারিয়ে আসেন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে নিজ দেশের হয়ে খেলতে না পারা জয়ন্ত তালুকদার দ্বিতীয় রাউন্ডে চীনের ঝেনকি শির বিপক্ষে - সেটের জয়ে পরবর্তী পর্বে উঠে আসা হাকিম আহমেদ রুবেলও হেরে গেছেন চীনের আরেক আরচার হাও ফেং-এর কাছে - সেটে হেরেছেন তিনি

নারীদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে প্রথম রাউন্ড জয়ের পর দ্বিতীয় রাউন্ডে গিয়ে হেরেছেন নাসরিন আক্তার, বিউটি রায়, ইতি খাতুন প্রথম রাউন্ডে বাই পাওয়া মেহনাজ আক্তার মুনিরাও দ্বিতীয় রাউন্ডের গণ্ডি টপকাতে পারেননি প্রথম রাউন্ডে নেপালের আয়শা তামাংকে - ব্যবধানে হারানো নাসরিন পরের রাউন্ডে ভারতের অঙ্কিতা ভাকাতের কাছে হারেন - সেটে কিরগিজস্তানের আসেল শারবেকোভাকে - ব্যবধানে হারানো বিউটি জাপানের তোমোকা ওহাশির কাছে হারেন - সেটে হংকংয়ের জি ইয়ান উকে - ব্যবধানে হারানো ইতি খাতুন চীনের

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন