ডাগআউটে মরিনহোর ফেরা

ম্যানসিটি-চেলসি দ্বৈরথ

আন্তর্জাতিক বিরতি শেষে ফের ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ফিরছে ফুটবল প্রায় সবগুলো লিগে বড় দলগুলো মাঠে নামবে আজ তবে শনিবার রাতে সবচেয়ে বেশি চোখ থাকবে প্রিমিয়ার লিগে যেখানে টেবিলের শীর্ষ চারের দুই দল ম্যানচেস্টার সিটি চেলসি মুখোমুখি হবে একে অন্যের ১২ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের নম্বরে আছে চেলসি পয়েন্ট পিছিয়ে নম্বরে আছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটি দুদলই আবার শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে বেশ পিছিয়ে আছে তাই লিগ টেবিলে নিজেদের অবস্থান সুসংহত করতে হাইভোল্টেজ ম্যাচে জয়ের বিকল্প নেই আরো একটি কারণে ফুটবলভক্তদের চোখ থাকবে প্রিমিয়ার লিগে ব্যর্থতার দায়ে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে গত বছর বরখাস্ত হওয়া হাইপ্রোফাইল কোচ হোসে মরিনহো ফিরছেন প্রিমিয়ার লিগে আজ থেকে তাকে দেখা যাবে টটেনহাম হটস্পার্সের ডাগআউটে যেখানে তিনি স্থলাভিষিক্ত হয়েছেন মাউরিসিও পচেত্তিনোর

টানা দুই মৌসুম শিরোপা জেতা ম্যানসিটির জন্য চলতি মৌসুমটা একেবারেই ভালো যাচ্ছে না আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগের শিরোপাপ্রত্যাশী লিভারপুলের মাঠে হেরে গেছে তারা, যা তাদের নম্বরে নামিয়ে দেয়ার পাশাপাশি লিভারপুলের সঙ্গে গড়ে দিয়েছে পয়েন্টের পার্থক্য প্রিমিয়ার লিগে লড়াইটা এমন যে এখানে পয়েন্টও বড় পার্থক্য গড়ে দেয় যেমন গত মৌসুমে মাত্র পয়েন্টে পিছিয়ে থাকার কারণে শিরোপা বঞ্চিত থেকে যায় লিভারপুল তাই বর্তমান অবস্থান থেকে সিটিকে ঘুরে দাঁড়াতে হলে করে দেখাতে হবে অসাধারণ কিছু তবে চেলসির বিপক্ষে কাজটা মোটেই সহজ হবে না টানা ছয় লিগ ম্যাচ জিতে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দল দারুণ ফর্মে আছে অবস্থায় নিজেদের সেরাটা দিয়েই ম্যাচ বের করতে হবে পেপ গার্দিওলার দলকে

এদিকে টেবিলের ১৪ নম্বরে থাকা স্পার্সদের পথে ফেরানোর দায়িত্ব নিয়েছেন মরিনহো পর্তুগিজ কোচের সামনে চ্যালেঞ্জটা বেশ কঠিন যদিও আগের ভুল পুনরাবৃত্তি করতে চান না বলে জানিয়েছেন মরিনহো তিনি বলেন, আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি সেই ভুলগুলোর পুনরাবৃত্তি করব না আমি হয়তো নতুন কোনো ভুল করব কিন্তু একই রকম না পাশাপাশি বাড়তি খেলোয়াড়ও দলে প্রয়োজন নেই বলে জানিয়েছেন তিনি, আমার খেলোয়াড়ের দরকার নেই আমি যেসব খেলোয়াড় আছে তাদের নিয়েই খুশি আমার কেবল তাদের বোঝার জন্য সময় দরকার টটেনহামের হয়ে নিজের প্রথম ম্যাচে মরিনহো প্রতিপক্ষ

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন