এসিসি ইমার্জিং টিমস কাপ

ফাইনালে দুরন্ত বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

 দারুণ অলরাউন্ড নৈপুণ্যে আফগানিস্তান ইমার্জিং দলকে উড়িয়ে এসিসি ইমার্জিং টিমস কাপের ফাইনালে পৌঁছেছে বাংলাদেশের ইমার্জিং দল মিরপুরে শুরু থেকেই বাংলাদেশের পারফরম্যান্স ছিল আত্মবিশ্বাসী নিয়ন্ত্রিত বোলিংয়ে আফগানদের বেশ চাপে রাখে বাংলাদেশের বোলাররা যে কারণে দারওইশ রাসুলির সেঞ্চুরির পরও সংগ্রহ বড় করতে পারেনি আফগানরা লক্ষ্য তাড়া করতে গিয়ে আফগানদের সেই সংগ্রহ অনায়াসে অতিক্রম করে যায় সৌম্য-শান্তরা ২২৯ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে উইকেট ৬১ বল হাতে রেখে

লক্ষ্য তাড়ায় এদিন নাঈম শেখকে অল্প রানেই হারিয়ে ফেলে বাংলাদেশ ১৭ রান করে নাঈম যখন ফেরেন, তখন দলের সংগ্রহ ২৬ এরপর অবশ্য সৌম্য নাজমুল হোসেন শান্তর ব্যাটে জয়ের পথে ছুটতে শুরু করে বাংলাদেশ দলীয় ১৩৩ রানে গিয়ে ভাঙে দুজনের জুটি ৫৯ বলে ৬১ রানের মারমুখী ইনিংস খেলে ফেরেন সৌম্য ১৫৪ রানে যেতে বাংলাদেশ হারিয়ে ফেলে শান্তকেও ৫৯ রান আসে অধিনায়কের ব্যাট থেকে এরপর অবশ্য বাংলাদেশকে আর কোনো বিপদে পড়তে দেননি ইয়াসির আলী আফিফ হোসেন দুজন অপরাজিত থেকে বাংলাদেশকে পৌঁছে দেন জয়ের বন্দরে ইয়াসির ৩৮ ৪৫ রানে অপরাজিত ছিলেন আফিফ

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের তোপের মুখে পড়ে আফগান টপ অর্ডার ২৪ রানের মাঝে শুরুর তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে অতিথিদের চাপে ফেলে দেন পেসার দলীয় ৩৬ রানে চতুর্থ উইকেটও হারিয়ে ফেলে আফগানরা সৌম্য ফিরিয়ে দেন মুনির আহমেদকে সামিউল্লাহ শেনওয়ারি ফেরেন ৭৩ রানে এরপর অবশ্য ওয়াহিদুল্লাহ শাফাক () তারিক স্টানিকজাইয়ের (৩৩) সঙ্গে কার্যকর জুটিতে দলকে দুশর উপরে সংগ্রহ এনে দেন রাসুলি ১১৪ রান আসে রাসুলির ব্যাট থেকে হাসান সৌম্য নেন তিনটি করে উইকেট অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা হয়েছেন সৌম্য আগামীকাল ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন