নারী প্রিমিয়ার লিগে মোহামেডানের রেকর্ড সংগ্রহ

ক্রীড়া প্রতিবেদক

মুর্শিদা খাতুন ও সোবহানা মোস্তারি। ছবি: বিসিবি

ঢাকা প্রিমিয়ার ডিভিশন উইমেন্স লিগে আজ গুলশান ইয়ুথ ক্লাব উইমেন্স ক্রিকেট টিমের বিপক্ষে ৩৯২ রানের সৌধ গড়ল মোহামেডান স্পোর্টিং ক্লাবে। এটা নারীদের প্রিমিয়ার লিগে রেকর্ড সংগ্রহ। আগের সর্বোচ্চ রান ছিল ৩২১ রান, যা ২০২২-২৩ মৌসুমে কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমির বিপক্ষে তুলেছিল বিকেএসপি।

আজ সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাট করে ৩ উইকেটে ৩৯২ রানের বিশাল সংগ্রহ গড়ে মোহামেডান। জাতীয় দলের দুই ওপেনার মুর্শিদা খাতুন হ্যাপি ও সোবহানা মোস্তারি জোড়া সেঞ্চুরিতে দলকে পাহাড়সম সংগ্রহ এনে দেন। মুর্শিদা ১৫৭ বলে ২৩ বাউন্ডারি ও ২ ছক্কায় ১৭৯ রান এবং মোস্তারি ১০১ বলে ৬ বাউন্ডারি ও ৭ ছক্কায় ১২৮ রানের ইনিংস খেলেন। এছাড়া ভারতীয় ওপেনার জেসিয়া আক্তার ৪১ বলে ৭৫ রান করেন ১১টি চার ও ৪টি ছক্কায়।

উল্লেখ্য, নারীদের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ডটা এখন মুর্শিদার। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন