উগান্ডাকে গুঁড়িয়ে দেয়ার পথে কিউইদের একগুচ্ছ রেকর্ড

ক্রীড়া প্রতিবেদক

অভিষেক আসরের শেষ ম্যাচ খেলার পর কিউই দলনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে হাস্যোজ্জ্বল উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবা। ছবি: ব্ল্যাক ক্যাপস
Default Image

টানা দুই হারে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে পড়া নিউজিল্যান্ড আফ্রিকার নবাগত দল উগান্ডাকে গুঁড়িয়ে দিয়ে দারুণভাবে ফিরল। আজ ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে প্রতিপক্ষকে মাত্র ৪০ রানে অলআউট করে দিয়ে ৮৮ বল ও ৯ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় কিউইরা। এই ম্যাচে অসংখ্য রেকর্ড গড়েছে কিউইরা।

 

ট্রেন্ট বোল্ট (২/৭), টিম সাউদি (৩/৪), মিচেল স্যান্টনার (২/৮), রাচিন রবীন্দ্র (২/৯) ও লকি ফার্গুসনের (১/৯) দুর্দান্ত বোলিংয়ের মুখে ১৮.৪ ওভারে ৪০ রানে গুটিয়ে যায় উগান্ডা। এর মধ্যে ৪ ওভারের কোটা পূরণ করেছেন বোল্ট, সাউদি ও ফার্গুসন।

 

টি-টোয়েন্টি বিশ্বকাপে এর চেয়ে কম রানে অলআউট হওয়ার ঘটনা আছে আর মাত্র দুটি। চলতি বিশ্বকাপে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে উগান্ডা গুটিয়ে গিয়েছিল ৩৯ রানে। টানা দ্বিতীয় ম্যাচে বিধ্বস্ত তারা। ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত আসরে চট্টগ্রামে নেদারল্যান্ডসকে ৩৯ রানে থামিয়েছিল শ্রীলংকা।

 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বনিম্ন দলীয় সংগ্রহ এটি। ২০১৬ সালে বাংলাদেশকে ৭০ রানে অলআউট করেছিল কিউইরা। আজ ৪ ওভারে মাত্র ৪ রানে ৩ উইকেট নেন অভিজ্ঞ পেসার সাউদি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪ ওভার পূর্ণ বোলিং করা স্পেলে এটিই সবচেয়ে কম রান দেয়ার ঘটনা। চলতি আসরেই পাপুয়া নিউগিনির বিপক্ষে ৪ রানে ৩ উইকেট নিয়েছিলেন উগান্ডার ৪৩ বছর বয়সী খেলোয়াড় ফ্রাঙ্ক নসুবুগা।

 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো কিউই বোলারের ৪ ওভারে সবচেয়ে কম রান দেয়ার রেকর্ডও এটি। ২০১০ সালে বাংলাদেশের বিপক্ষে ৪ ওভারে মাত্র ৬ রান দিয়েছিলেন সাবেক অধিনায়ক স্পিনার ড্যানিয়েল ভেটোরি। সাউদি ছাড়াও আজ ৪ ওভারে ১০ রানের কম দিয়েছেন পেসার বোল্ট ও ফার্গুসন। এই প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো দলের তিন বোলার দশের কম রান দিলেন।

 

৪২ রান তাড়া করতে নেমে ৮৮ বল বাকি থাকতে জিতেছে নিউজিল্যান্ড। বিশ্বকাপে এর চেয়ে বেশি বল বাকি রেখে জয় আছে আর দুটি। চলতি বিশ্বকাপে ওমানকে ১০১ বল বাকি থাকতে হারিয়েছে ইংল্যান্ড। ২০১৪ সালে চট্টগ্রামে নেদারল্যান্ডসের বিপক্ষে ৯০ বল বাকি থাকতে জিতেছিল শ্রীলংকা। এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের সবচেয়ে বেশি বল বাকি থাকতে জয়ের রেকর্ড এটি। ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে ৭৪ রানের লক্ষ্য ৭৪ বল বাকি থাকতে ছুঁয়েছিল তারা।

 

 

সোমবার রাতে ত্রিনিদাদে পাপুয়া নিউগিনির বিপক্ষে শেষ ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। হয়তো সেদিনও বড় জয়ে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেবে বিশ্বকাপের বড় দল নিউজিল্যান্ড। ২০১৪ সালের পর এবারই প্রথম যেকোনো বিশ্বকাপে সেমিফাইনালের আগে বিশ্বকাপ থেকে বিদায় নিল তারা। ওয়েস্ট ইন্ডিজ ছাড়ার আগে নিশ্চয়ই শেষ ম্যাচেও বড় জয় তুলে নিতে চাইবেন কেন উইলিয়ামসনরা।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন