২৭ বলে সেঞ্চুরি করে টি-টোয়েন্টিতে সাহিল চৌহানের বিশ্বরেকর্ড

ক্রীড়া ডেস্ক

ছবি: এস্তোনিয়া ক্রিকেট এসোসিয়েশন

টি-টোয়েন্টি বিশ্বকাপের ডামাডোলের মধ্যেই টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে বসলেন এস্তোনিয়ার অখ্যাত খেলোয়াড় সাহিল চৌহান। তা-ও মাত্র ২৭ বলে সেঞ্চুরি করে চমক সৃষ্টি করেছেন তিনি। সোমবার সাইপ্রাসের বিপক্ষে এই কীর্তি গড়েন তিনি।

 

গত ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে ৩৩ বলে সেঞ্চুরি করে রেকর্ড গড়েন নামিবিয়ার ইয়ান-নিকোল লোফটি ইয়াটন। যদিও সেই রেকর্ড টিকে থাকল না চার মাসের বেশি।

 

ঘরোয়া ও আন্তর্জাতিক সব ধরণের টি-টোয়েন্টি মিলিয়ে এটা দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। ২০১৩ সালের আইপিএলে ৩০ বলে সেঞ্চুরির কীর্তি আছে ক্রিস গেইলের। তবে চৌহানের কাছে পেছনে পড়ে গেল ‘ইউনভার্স বস’ গেইলের সেই সেঞ্চুরি। চৌহান ৪১ বলে করেছেন ১৪৪ রান। ইনিংসটি সাজিয়েছেন ১৮টি ছক্কা ও ৬টি চারের সাহায্যে। টি-টোয়েন্টি ম্যাচে তার চেয়ে বেশি ছক্কা আগে কেউ মারতে পারেনি।   

 

আগে ব্যাট করে ৭ উইকেটে ১৯১ রান তোলে সাইপ্রাস। জবাবে চৌহান ঝড়ে ৪২ বল বাকি থাকতে জয় তুলে নেয় এস্তোনিয়া।

 

তিন ম্যাচের সিরিজে ২-০তে এগিয়ে এস্তোনিয়া। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন