এমপি আজীম হত্যার দুই আসামিকে পাহাড় থেকে গ্রেফতার : পুলিশ

নিজস্ব প্রতিবেদক

সংগৃহীত

এমপি আনোয়ারুল আজীম আনার হত্যার দুই আসামিকে খাগড়াছড়ির দুর্গম সীতাকুণ্ড পাহাড় থেকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে। বুধবার ( ২৬ জুন) পুলিশ সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়।

পুলিশ সদর দফতর জানায়, এমপি আনার হত্যার দুই আসামিকে খাগড়াছড়ির দুর্গম সীতাকুণ্ড পাহাড় থেকে গ্রেফতার করে হেলিকপ্টারে ঢাকায় আনার পর ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।

এর আগে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় দুই আসামিকে ধরতে পার্বত্য এলাকা খাগড়াছড়ি ও চট্টগ্রামে অভিযান শুরু করে ডিবি। অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদের নেতৃত্বে গোয়েন্দাদের একাধিক দল আজীম হত্যায় যুক্ত অন্যতম দুই পলাতক আসামি ফয়সাল ও মোস্তাফিজকে গ্রেফতার করে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন