চট্টগ্রামে বিডার নির্বাহী চেয়ারম্যান

স্মার্ট বিনিয়োগসেবা গ্রহণ করতে হবে

নিজস্ব প্রতিবেদক I চট্টগ্রাম ব্যুরো

ছবি : বণিক বার্তা

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) লোকমান হোসেন মিয়া বলেছেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের সুফল মানুষ পেয়েছে। এক যুগের ব্যবধানে মাথাপিছু আয় ৭০০ থেকে ২ হাজার ৭৮৪ ডলার উন্নীত হয়েছে। আমরা ১২৩টি বিনিয়োগসেবা বিডা ওএসএস মাধ্যমে দিয়ে আসছি, অনলাইনভিত্তিক এ বিনিয়োগ সেবা যেকোনো বিনিয়োগকারী সহজেই গ্রহণ করতে পারেন। আমরা স্মার্ট সেবা প্রদান করছি, সেজন্য উন্নত বাংলাদেশ গড়তে স্মার্ট বিনিয়োগসেবা গ্রহণ করতে হবে।’ 

গতকাল চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিডা আয়োজিত বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্মসূচি (বিআইসিআইপি) এবং বিডা ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) কার্যক্রম অবহিতকরণ কর্মশালায় তিনি এসব কথা বলেন। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামের সভাপতিত্বে বিডার নির্বাহী সদস্য ও সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম, চিটাগং চেম্বারের সভাপতি ওমর হাজ্জাজ, বিডার পরিচালক মোসাম্মদ শামীমা আখতার, বিডার চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইনসহ চট্টগ্রাম অঞ্চলের শীর্ষ ব্যবসায়ী, উদ্যোক্তা, বিনিয়োগকারী উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন