মেসির গোলে আর্জেন্টিনার ড্র

গত শুক্রবার সৌদি আরবের রিয়াদে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনাকে - গোলের জয় এনে দেন লিওনেল মেসি তিনদিন পর ইসরায়েলের তেল আবিবে আরেকটি লাতিন দ্বৈরথে নায়ক মেসি তার শেষ মুহূর্তের পেনাল্টি গোলে ভর দিয়ে উরুগুয়ের সঙ্গে - গোলে ড্র করতে সমর্থ হয় আর্জেন্টিনা

বার্সেলোনার দুই সতীর্থ মেসি লুইস সুয়ারেজ এদিন ছিলেন ভিন্ন দলে, একে অপরের প্রতিদ্বন্দ্বী দ্বৈরথে মেসির চেয়ে সুয়ারেজকেই বিজয়ী ভাবছিলেন সবাই উরুগুইয়ান স্ট্রাইকার একটি গোল করার পাশাপাশি আরেকটি তৈরি করে দিয়ে দলকে জেতানোর পথে ছিলেন কিন্তু দিনটি সুয়ারেজের একার হতে দিলেন না মেসি ৯২ মিনিটে তার গোলেই সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন প্রীতি ম্যাচটি ড্র হয়

উপভোগ্য ম্যাচে দু-দুবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ড্র করে আর্জেন্টিনা কোপা আমেরিকায় ব্যর্থ মিশন শেষে টানা ছয় ম্যাচে অপরাজিত থাকা দলটি শুরু থেকে ভালো খেললেও ৩৪ মিনিটে এডিনসন কাভানির গোলে পিছিয়ে পড়ে

পুরো ম্যাচেই মেসির নাম নিয়ে গলা ফাটান তেল আবিবের দর্শক তাদের নিরাশ করেননি বার্সেলোনার ফরোয়ার্ড মেসির অ্যাসিস্টেই সমতা আনে আর্জেন্টিনা ৬৩ মিনিটে তার ফ্রি-কিকের বল থেকে গোল করেন ম্যানসিটির ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো ৬৯ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে উরুগুয়েকে আরেকবার এগিয়ে দেন সুয়ারেজ তবে এদিন শেষের নায়ক মেসি যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তার ঠাণ্ডা মাথার স্পট কিকে ড্র নিশ্চিত করে আর্জেন্টিনা

আগামী মার্চে বিশ্বকাপ বাছাই শুরুর আগে শেষবারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলল আর্জেন্টিনা উরুগুয়ে

ড্র ম্যাচেও বিজয় দেখছেন ম্যাচের আয়োজকরা ইসরায়েল-কানাডাভিত্তিক ব্যবসায়ী সিলভান অ্যাডামসের চেষ্টায় দেশটিতে খেলল লাতিন আমেরিকার দুই বড় দল অ্যাডামস বলেন, সম্ভবত বিশ্বের সেরা অ্যাথলিটকে ইসরায়েলে এনে আমরা পুরো দেশকেই উত্তেজনায় ভাসিয়েছিযে উত্তেজনা ছুঁয়ে যায় দেশটির মুসলিম, ক্রিস্টান ইহুদিদেরইএসপিএন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন