আগুনের ঝুঁকিতে সাড়ে ৪ লাখ গাড়ি প্রত্যাহার নিশানের

ব্রেক ফ্লুইড চুইয়ে আগুন লাগার ঝুঁকি তৈরি হওয়ায় বৈশ্বিক বাজার থেকে সাড়ে চার লাখের বেশি গাড়ি প্রত্যাহার করছে জাপানের গাড়ি নির্মাতা কোম্পানি নিশান মোটর। আগুনের ঝুঁকির কারণে অ্যান্টিলক ব্রেকের আলো যদি ১০ সেকেন্ডের বেশি জ্বলতে থাকে, তবে গাড়িগুলোকে ঘরের বাইরে পার্ক করার সব ধরনের কাঠামো থেকে দূরে রাখতে গাড়ি মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে কোম্পানিটি। প্রত্যাহারকৃত গাড়িগুলোর মধ্যে রয়েছে ২০১৫-১৮ সালের মধ্যে বিক্রীকৃত নিশান মুরানো এসইউভি, ২০১৬-১৮ সালে বিক্রীকৃত ম্যাক্সিমা সেডান২০১৭-১৯ পর্যন্ত বিক্রীকৃত ইনফিনিটি কিউএক্সসিক্সটি নিশান পাথফাইন্ডার এসইউভি। সিংহভাগ গাড়ি যুক্তরাষ্ট্র কানাডার বাজারে রয়েছে           সূত্র: জাপান টুডে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন