৩০% প্লাস্টিক বর্জ্য রিসাইকেল করে শ্রীলংকা

বণিক বার্তা ডেস্ক

 সমুদ্র তীরে ভেসে আসা প্লাস্টিক বর্জ্যের ৩০ শতাংশ রিসাইকেল করে ফ্যাব্রিক ব্রাশে রূপান্তর করছে শ্রীলংকা এর মাধ্যমে প্লাস্টিক বর্জ্যকে মাল্টি মিলিয়ন ডলার ব্যবসায় রূপান্তরের চেষ্টা চলছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেন খবর ইকোনমি নেক্সট

শ্রীলংকার সমুদ্রসৈকত থেকে সংগৃহীত প্লাস্টিক বর্জ্যসহ অব্যবহূত প্লাস্টিক বোতল থেকে তৈরি তন্তুর হাজার ৫০০ মিটার ফ্যাব্রিক উৎপাদন করেছে ট্রাইসকেল ফ্যাব্রিক প্রাইভেট লিমিটেড শ্রীলংকার ম্যাস হোল্ডিংসের সম্পূর্ণ মালিকানাধীন সাবসিডিয়ারি প্রতিষ্ঠান হচ্ছে ট্রাইসকেল

রিসাইকেলকৃত প্লাস্টিকের তন্তু থেকে ২০১৯ সালের মে মাসে শ্রীলংকার বিশ্বকাপ ক্রিকেট দলের খেলোয়াড়দের জার্সি তৈরি করেছে ইকো স্পিন্ডলস প্রাইভেট লিমিটেড, যা শ্রীলংকার বিপিপিএল গ্রুপের একটি প্রতিষ্ঠান কর্মকর্তারা বলছেন, ১০টির মতো পেট বোতল থেকে যে পরিমাণ তন্তু বানানো যায়, তা দিয়ে একটি জার্সি তৈরি করা সম্ভব

শ্রীলংকার আমেরিকান চেম্বার অব কমার্স আয়োজিত একটি ফোরামে এমএএস ট্রাইসকেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ধানুশকা ফার্নান্দো বলেন, আমরা গতকাল পর্যন্ত এক বছরে যে পরিমাণ পণ্য উৎপাদন করেছি, তা যদি বোতলে রূপান্তর করি, তাহলে তার সংখ্যা দাঁড়াবে কোটি ৪০ লাখ

নৌবাহিনী, শ্রীলংকা ক্রিকেট ইকো স্পিন্ডলসের সঙ্গে একটি সহযোগিতামূলক কর্মসূচি গ্রহণ করেছে অন্তর্বাস, খেলাধূলা সাঁতারের পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান এমএএস হোল্ডিংস কর্মসূচির আওতায় সমুদ্রসৈকত থেকে প্লাস্টিক সংগ্রহে সহযোগিতা করবে শ্রীলংকা ক্রিকেট বোর্ড নৌবাহিনী

এমএএস ক্রিদার প্রধান নির্বাহী ব্যবস্থাপনা পরিচালক সারিন্দা ইউনামবোয়ি বলেন, প্লাস্টিক সংকট নিয়ন্ত্রণের ক্ষমতা রয়েছে শ্রীলংকার এরই মধ্যে ৩০ শতাংশ প্লাস্টিক রিসাইকেল করে থাকে ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রটি

এমএএস অ্যাক্টিভের মহাব্যবস্থাপক (জিএম) নিমেশ অ্যামালিন বলেন, প্রতি মাসে দেড় হাজার টন পলিমার আমদানি করে শ্রীলংকা এবং এর ৩০ শতাংশই রফতানি করা হয় ৬৮০ টন বর্জ্য হিসেবে দেশের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে

এমএএস যেসব ব্র্যান্ডের সঙ্গে কাজ করে, সেসবের বেশির ভাগই আশা করছে ২০২৫ সাল নাগাদ তারা ভার্জিন পলিয়েস্টার কাঁচামাল ব্যবহার বন্ধ করে দেবে এতে রিসাইকেল পণ্যের ব্যবসা আড়াই কোটি ডলার ছাড়িয়ে যাবে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন