২ হাজার কোটি ডলার বিনিয়োগ তহবিল মিসর-ইউএইর

বণিক বার্তা ডেস্ক

 বিভিন্ন খাত সম্পদে বিনিয়োগের উদ্দেশ্যে হাজার কোটি ডলারের যৌথ কৌশলগত বিনিয়োগ তহবিলের ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছে মিসর সংযুক্ত আরব আমিরাত (ইউএই) গত বৃহস্পতিবার মিসরের প্রেসিডেন্টের দপ্তর থেকে তথ্য নিশ্চিত হয়েছে খবর ব্লুমবার্গ

মিসরের প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ আল সিসির ইউএই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে বিনিয়োগ সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয়, যেখানে উভয় দেশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন ২০১৩ সালে ইসলামিস্ট প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির অপসারণের পর তেলসমৃদ্ধ উপসাগরীয় দেশটির সঙ্গে সর্বশেষ ধরনের বড় সহযোগিতা চুক্তিতে পৌঁছেছে মিসর

বিনিয়োগ তহবিলটি মিসরের নতুন চালু হওয়া সার্বভৌম অর্থ তহবিল আবুধাবি ডেভেলপমেন্ট হোল্ডিংয়ের মাধ্যমে পরিচালিত হবে

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে হাজার ২০০ কোটি ডলার ঋণ সংগ্রহের উদ্দেশ্যে মুদ্রার অবমূল্যায়ন থেকে শুরু করে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে ২০১৬ সালের পর থেকে ব্যাপক অর্থনৈতিক সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে মিসর ২০১১ সালে শুরু হওয়া আরব বসন্তের পর ৩০ বছর ধরে ক্ষমতা আঁকড়ে থাকা স্বৈরশাসক হুসনি মোবারকের সরকার পতনের পর থেকে অর্থনীতিকে চাঙ্গা করতে হিমশিম খাচ্ছে দেশটি

সেনাশাসক আল সিসির পেছনে বড় দুই সমর্থক হচ্ছে সৌদি আরব ইউএই সেনাসমর্থিত বিক্ষোভে মুরসি সরকারের পতনের এক বছর পর আয়োজিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন সেনাপ্রধান সিসি উপসাগরীয় শীর্ষ দুই অর্থনীতিসহ কুয়েত সিসি সরকারকে সহায়তায় শতকোটি ডলার নগদ অর্থ সহায়তা বিনিয়োগ পাঠিয়েছে

অর্থনৈতিক পুনরুজ্জীবনের ক্ষেত্রে নতুন বিনিয়োগ তহবিলকে গুরুত্বপূর্ণ ভাবা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করাই তহবিলের লক্ষ্য

আইএমএফের সঙ্গে নতুন ঋণের ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার বেসরকারি খাত চাঙ্গা করার ওপর জোর দেয়ার জন্য মিসরের ওপর চাপ দিয়ে যাচ্ছে ঋণদাতা সংস্থাটি

১০ কোটি জনসংখ্যা অধ্যুষিত আরব বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটির অর্ধেকেরই বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে বা সীমায় বসবাস করছে এক্ষেত্রে ইউএইর সঙ্গে যৌথভাবে প্রতিষ্ঠিত বিনিয়োগ প্লাটফর্মটি দেশটির প্রবৃদ্ধি চাঙ্গায় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন