ফিলিপাইনকে ৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

দেশজুড়ে স্থানীয় সরকার ইউনিটগুলোকে (এলজিইউ) উচ্চমানসম্পন্ন জবাবদিহিতামূলক সেবা প্রদান, অর্থনৈতিক উন্নয়ন শক্তিশালী দারিদ্র্য হ্রাসে সহায়তার জন্য ফিলিপাইনকে ৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) গতকাল ঋণ অনুমোদন করার কথা জানিয়েছে ব্যাংকটি

ম্যানিলাভিত্তিক ব্যাংকটি জানিয়েছে, লোকাল গভর্ন্যান্স রিফর্ম প্রোগাম (এলজিআরপি) সাবপ্রোগ্রাম ওয়ান হলো নাগরিকদের চাহিদা পূরণে এলজিইউগুলোকে সক্ষম প্রস্তুত করা স্থানীয় সরকার ইউনিটগুলো যাতে স্থানীয় অগ্রাধিকারের সঙ্গে সংগতিপূর্ণ সেবা সরবরাহ করতে পারে, তা নিশ্চিত করা, নিজস্ব রাজস্ব সংগ্রহে এলজিইউগুলোর আর্থিক সক্ষমতার উন্নয়ন এবং বেসরকারি খাতের জন্য ব্যবসা করার খরচ কমিয়ে আনা

ফিলিপাইন ডেভেলপমেন্ট প্ল্যান ২০১৭-২২-এর অংশ হিসেবে স্থানীয় অর্থনৈতিক উন্নয়নের অনুঘটক হিসেবে এলজিইউগুলোর ভূমিকা সম্প্রসারণের পরিকল্পনা করেছে ফিলিপাইন সরকার এডিবির কর্মসূচিটি সরকারের পরিকল্পনার সঙ্গে সংগতিপূর্ণ   সূত্র: সিনহুয়া

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন