ভিএআর উন্নতির দাবি

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার ম্যানচেস্টার সিটিকে - গোলে হারিয়ে শিরোপা জয়ের পথে একধাপ এগিয়ে গেছে লিভারপুল ম্যাচে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সিদ্ধান্ত নিয়ে বেশ বিতর্ক হয়েছে বিতর্ক অবশ্য প্রথম নয় প্রযুক্তির সাহায্যে সিদ্ধান্ত মসৃণ হওয়ার কথা থাকলেও প্রায়ই বিতর্কের সৃষ্টি হচ্ছে তাই তো প্রযুক্তিতে আরো উন্নতির দাবি জানালেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লোপসহ শীর্ষ কোচেরা

সোমবার রাতে সুইজারল্যান্ডের নিওনে কোচেস ফোরামে অংশ নেন ক্লোপ ছাড়াও ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা, রিয়াল মাদ্রিদের জিনেদিন জিদান, পিএসজির টমাস টুখেলরা ফোরামে ভিএআর ছিল সবচেয়ে আলোচিত ইস্যু

ক্লোপ বলেন, এটা খুবই পরিষ্কার, এটা একটা প্রক্রিয়া যাতে উন্নতি আনার চেষ্টা করে যেতে হবে উন্নতির সুযোগও আছে মানুষকেই অনেক কিছু করতে হয় এবং আমরা তো শতভাগ নির্ভুল নই এখানে (ভিএআর) ভুলের অনেক সুযোগ রয়ে গেছে কেউই আসলে নিখুঁত সিদ্ধান্ত চাইতে পারে না, মানুষ চায় সঠিক সিদ্ধান্ত, এটুকুই

লিভারপুল-সিটি ম্যাচের পর ভিএআর প্রযুক্তিতে উন্নতির দাবি জোরালো হচ্ছে বিশেষ করে, ওই ম্যাচে একটি নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়েছে ম্যানসিটিকে লিভারপুলের বক্সের মধ্যে দলটির ডিফেন্ডার ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের হাতে বল লাগলেও পেনাল্টি দেয়া হয়নি রেফারির সিদ্ধান্তই বহাল রাখে ভিএআর এর ২২ সেকেন্ড পরই ফাবিনহো গোল করলে ভিএআর নিয়ে হতাশা আরো বাড়ে গার্দিওলার

উয়েফার সহকারী জেনারেল সেক্রেটারি গিওর্গিও মারচেত্তি ভিএআরের নতুন কাঠামো চালু করতে কিছুটা সময় চেয়েছেন তিনি বলেন, এখন তো আমাদের ভিএআর আছে, এটা বেশ ফলপ্রসূ প্রমাণিত এবং কোচ প্রতিনিধিরা নিয়ে একসঙ্গে কথা বলতে পারেন ভুলে যাবেন না, ভিএআর খুবই নতুন এবং এটা ফুটবলে এক বিপ্লবও বটে এখন আমাদের প্রয়োজন একরূপতা কিছু বিষয় খুঁজে বের করে তা নিয়ে আমাদের কথা বলতে হবে উন্নতি আনতে হবে; তবে ভিএআর যে ইতিবাচক বিষয়গুলো নিয়ে এসেছে, তাকে সাধুবাদ জানাতে হবে এএফপি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন