৮৭০ কোটি টাকা পাচার

দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৫ মামলা

নিজস্ব প্রতিবেদক

পোলট্রি ফিডের ক্যাপিটাল মেশিনারি আনার ঘোষণা দিয়ে আমদানি নিষিদ্ধ নিয়ন্ত্রিত পণ্য আমদানি করে ৮৭০ কোটি ৮৬ লাখ ২১ হাজার ৩৮৩ টাকা পাচারের অভিযোগ উঠেছে হেনান আনহুই এগ্রো বিডি অ্যান্ড জেপি নামের দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। দীর্ঘ অনুসন্ধানের পর গতকাল পল্টন থানায় প্রতিষ্ঠান দুটির ১৫টি বিল অব এন্ট্রির বিপরীতে ১৫টি মামলা করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এর বাইরে এসবি এক্সিম বাংলাদেশ নামে আরো একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মুদ্রা পাচার প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে মতিঝিল থানায়।

অভিযোগে বলা হয়েছে, আব্দুল মোতালেবের মালিকানাধীন প্রতিষ্ঠান হেনান আনহুই এগ্রো এসসি এগ্রো বিডি অ্যান্ড জেপি ২০১৭ সালে ১৫টি বিল অব এন্ট্রির মাধ্যমে পোলট্রি ফিডের ক্যাপিটাল মেশিনারি আমদানি করে। চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসের সময় কাস্টমস গোয়েন্দারা তল্লাশি চালিয়ে ১২টি কনটেইনার থেকে বিপুল পরিমাণ সিগারেট, এলইডি টেলিভিশন, ফটোকপিয়ার মেশিন মদ পাওয়া পায়। ঘটনায় ওই বছরের ২৭ নভেম্বর মুদ্রা পাচার প্রতিরোধ আইনে একটি মামলা করা হয়। দুই বছরের অনুসন্ধান শেষে সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে আমদানি নিষিদ্ধ নিয়ন্ত্রিত পণ্য আমদানি করে ৮৭০ কোটি ৮৬ লাখ ২১ হাজার ৩৮৩ টাকা পাচারের অভিযোগ তুলে হেনান আনহুই এগ্রো বিডি অ্যান্ড জেপির বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়। মামলা দুটি তদন্তে মুদ্রা পাচারের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে আরো ১৫টি এজাহার দায়ের করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন