ভিসির বাড়ির সামনে প্রতিবাদী কনসার্টের ঘোষণা

বণিক বার্তা অনলাইন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বিরোধী চলমান আন্দোলনে আগামীকালের কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনকারীরা। তৃতীয় দিনের অবরোধ কর্মসূচি শেষে সাংবাদিকদের ব্রিফ করে একথা জানান সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সভাপতি মাহাথির মোহাম্মদ। 

তিনি জানান, আগামীকাল দুপুর ১২টায় পুরাতন রেজিস্ট্রার ভবনের সামনে সবাই জমায়েত হবে।  সেখানে প্রতিবাদী সমাবেশ শেষে সন্ধ্যা ৬টায় উপাচার্যের বাস ভবনের সামনে দুর্নীতি বিরোধী কনসার্ট হবে।

মাহাথির মোহাম্মদ আরো বলেন, আজকের অবরোধ শেষে মেয়েরা তাদের হলে ফিরে যাবে। এটাও আমাদের একটি কর্মসূচি। মেয়েদের হলে ফেরার মাধ্যমে আমরা যে হল ভ্যাকেন্ট প্রত্যাখ্যান করছি তা প্রমাণিত হবে।

রাত ৮টায় অবরোধ শেষ করে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেয়েদের হলের সামনে এসে শেষ হয়।

প্রসঙ্গত, জাবি উপাচার্য ফারজানা ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুই মাস ধরে আন্দোলন করে আসছে 'দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর' ব্যানারে শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন