‘কণ্ঠ’ একবারই দেখেছেন জয়া!

ফিচার প্রতিবেদক

সিনেমাপ্রেমীদের মুখে মুখে এখন একটা শব্দ, কণ্ঠ একেবারে পাশের দেশেই যে চলচ্চিত্র করেছে ধুমধাড়াক্কা ব্যবসা সে চলচ্চিত্র যখন নিজেদের দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে, তা নিয়ে খানিকটা বেশি উৎসাহ তো থাকবেই আর সবচেয়ে বড় কথা হচ্ছে, চলচ্চিত্রের মূল চরিত্রগুলোর একজন যে বাংলাদেশেরই! ফলে দর্শক-ভক্তদের আগ্রহকে মূল্য দিতেই যেন দেশের প্রেক্ষাগৃহে হাজির হচ্ছে আলোচিত চলচ্চিত্র কণ্ঠ কাল বাদে পরশুই বাংলাদেশে মুক্তি দেয়া হচ্ছে ছবিটি

নন্দিতা রায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত কণ্ঠ চলচ্চিত্রটি গেল ১০ মে ভারতে মুক্তি পায় সাফটা চুক্তি অনুযায়ী দেশের একটি চলচ্চিত্র দেখানো হবে ভারতে এবং ভারতের একটি চলচ্চিত্র দেখানো হবে বাংলাদেশে সে হিসাব অনুযায়ী ভারতে প্রদর্শিত হবে বাংলাদেশের চলচ্চিত্র খাঁচা, অন্যদিকে ভারতের চলচ্চিত্র কণ্ঠ প্রদর্শিত হবে দেশে চমত্কার ব্যাপার হচ্ছে, খাঁচা এবং কণ্ঠ দুটো চলচ্চিত্রেই অভিনয় করেছেন বাংলাদেশী অভিনেত্রী জয়া আহসান

বাকযন্ত্রের ক্যান্সারে আক্রান্ত এক রোগীর লড়াই করে বেঁচে থাকার গল্প নিয়ে তৈরি চলচ্চিত্র আরো একটু স্পষ্ট করে বললে বলা যায়, একজন রেডিও জকির দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে কণ্ঠ হারানো, আর সেই কণ্ঠ ফিরে পাওয়ার লড়াই নিয়ে এখানে রেডিও জকির চরিত্রটিতে রূপ দিয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিজেই তার স্ত্রীর রূপে দেখা যাবে ওপারের জনপ্রিয় অভিনেত্রী পাওলি দামকে এবং স্পিচ থেরাপিস্টের ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশী অভিনেত্রী জয়া আহসান মূলত তিনজনকে ঘিরেই চলচ্চিত্রের গল্প আবর্তিত হয়

চমত্কার গল্প আর রেডিও জকি অর্জুন, তার স্ত্রী পৃথা আর স্পিচ থেরাপিস্ট রমিলার দুর্দান্ত অভিনয় ভারতীয় দর্শককে মুগ্ধ করতে পেরেছে বেশ ভালোভাবেই এক্ষেত্রে ভালো লাগার হিসাব কষা কঠিন হলেও আয়ের খাতায় জমা হওয়া হিসাব সহজ বটে সে হিসাবও কিন্তু চলচ্চিত্রের পক্ষই অবলম্বন করছে যেন কেননা কণ্ঠ মুক্তির প্রথম এক সপ্তাহেই এর অর্জনের ঝুলিতে পুরে নিয়েছিল কোটি রুপি এরপর তো সে হিসাবে উপরের দিকেই উঠেছে আর দর্শকপ্রিয়তা অর্জনের কথা তো বলাই বাহুল্য সে যা- হোক, বাংলাদেশ থেকে কেমনটা আশা করছেন, সে বিষয়ে জানতে চাইলে অভিনেত্রী জয়া আহসান বলেন, কণ্ঠ সে দেশে জনপ্রিয়তা কুড়িয়েছে যেমন, তেমনি ব্যবসাসফলও বাংলাদেশে হল সংকট রয়েছে, এখানে চলচ্চিত্রের প্রচারণারও ঠিক সেভাবে হয় না

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন