বেনিনের উপকূলে অপহূত নরওয়েজিয়ান জাহাজের ৯ ক্রু

বণিক বার্তা ডেস্ক

 পশ্চিম আফ্রিকার দেশ বেনিনের উপকূল থেকে নরওয়েজিয়ান পতাকাবাহী একটি জাহাজের নয়জন ক্রুকে জলদস্যুরা অপহরণ করেছে সম্প্রতি গিনি উপসাগরে একের পর এক অপহরণের সর্বশেষ ঘটনা এটি খবর আল জাজিরা

বেনিনের কোতোনু বন্দরের প্রবেশপথ থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে সমুদ্রে নোঙর করা অবস্থায় ড্রাই বাল্কার এমভি বোনিতার ওপর হামলা চালানো হয় জলদস্যুরা হামলা চালায় বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে নরওয়েজিয়ান শিপিং কোম্পানি জেজে উগল্যান্ড জাহাজটির মালিক

জাহাজটিতে খনিজ পদার্থ জিপসাম পরিবহন করা হচ্ছিল বলে কোম্পানিটি জানিয়েছে সাধারণত সার হিসেবে খনিজটি ব্যবহার করা হয়ে থাকে এদিকে নিরাপত্তার খাতিরে নরওয়েজিয়ান জাহাজ মালিক কোম্পানিটি অপহরণের শিকার ক্রুদের জাতীয়তা বা কতজন পালাতে সক্ষম হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত জানায়নি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন