বোম্বারডিয়ারের বেলফাস্টের কারখানা কিনল স্পিরিট

মার্কিন মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পিরিট অ্যারোসিস্টেমসের কাছে নিজেদের উড়োজাহাজের পাখা নির্মাণকারী বেলফাস্টের কারখানা বিক্রি করে দিয়েছে বোম্বারডিয়ার। ১১০ কোটি ডলারের বিনিময়ে কারখানাটি বিক্রি করে দিয়েছে কানাডীয় কোম্পানিটি। সিদ্ধান্তের ফলে রক্ষা পেল কয়েক মাস ধরে চাকরি হারানোর ঝুঁকিতে থাকা উচ্চ দক্ষতাসম্পন্ন সাড়ে তিন হাজার কর্মী।

কিছুদিন ধরে নানামুখী সংকটে থাকায় কানাডীয় কোম্পানিটি চলতি বছরের মে মাসে নিজেদের ঐতিহাসিক শর্ট ব্রাদার্স কারখানাটি বিক্রির ঘোষণা দেয়। কারখানায় তৈরি করা হয়েছে এয়ারবাসের এ২২০ মডেলটির পাখা এয়ারবাস এ৩২০-এর বিভিন্ন যন্ত্রাংশ। বোম্বারডিয়ারের ব্যবসাপ্রতিষ্ঠান আঞ্চলিক জেট উড়োজাহাজের বিভিন্ন যন্ত্রাংশও সরবরাহ হতো কারখানা থেকে।

যুক্তরাষ্ট্রের উইচিটা শহরের কানসাসে অবস্থিত উড়োজাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান স্পিরিট বোম্বারডিয়ারকে নগদ দেবে ৫০ কোটি ডলার। এছাড়া কোম্পানিটির ২৯ কোটি ডলার পেনশন সরকারের পাওনা পরিশোধের দায়িত্ব নেবে স্পিরিট। এদিকে ব্যয় হ্রাস বিভিন্ন কো-অপারেশন সুযোগ-সুবিধা থেকে নিজেরা কোটি ডলার মুনাফা প্রত্যাশা করছে স্পিরিট।

            সূত্র: গার্ডিয়ান

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন