বিশ্বকাপে আয়ারল্যান্ড

পাপুয়া নিউগিনির পর দ্বিতীয় দল হিসেবে ২০২০ সালের আইসিসি টি২০ বিশ্বকাপের টিকিট পেল আয়ারল্যান্ড বি গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে আইরিশরা এর আগে গ্রুপসেরা হিসেবে অস্ট্রেলিয়া আসরের টিকিট নিশ্চিত করে পাপুয়া নিউগিনি

রোববার সংযুক্ত আরব আমিরাত-কানাডা ম্যাচের ফলই আইরিশদের ভাগ্য নির্ধারণ করে দেয় কানাডাকে ১৪ রানে হারালেও আয়ারল্যান্ডের রানরেট টপকাতে পারেনি আমিরাত, ফলে গ্রুপসেরা হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলে টেস্ট পরিবারের নতুন দেশটি ছয় ম্যাচ শেষে আয়ারল্যান্ড (+.৫৯১), ওমান (+.৯৯৭) আরব আমিরাতের (+.৬৮২) সংগ্রহ সমান পয়েন্ট করে তবে নিট রানরেটে এগিয়ে থাকায় আয়ারল্যান্ড পায় মূল পর্বের টিকিট এদিন জার্সির কাছে ১৪ রানে না হারলে আইরিশদের আগে বিশ্বকাপের টিকিট পেত ওমানও

ওমান আমিরাতের সুযোগ এখনো আছে আজ প্লে-অফ ম্যাচে আমিরাত খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে, আর ওমানের প্রতিপক্ষ নামিবিয়া আজ জিতলে অস্ট্রেলিয়ার টিকিট পাবে দুটি দেশ তবে হারলেও তাদের সুযোগ থাকবে আমিরাত আজ হারলে আগামীকাল স্কটল্যান্ডের বিপক্ষে আরেকটি সুযোগ পাবে, অন্যদিকে ওমান দ্বিতীয় সুযোগটি পাবে হংকংয়ের বিপক্ষে

বাছাই খেলে ছয় দল বিশ্বকাপে উঠবে শ্রীলংকা বাংলাদেশকে নিয়ে প্রথম রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা হবে ছয় দলের আট দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে এবং প্রতি গ্রুপ থেকে দুটি করে দল উত্তীর্ণ হবে সুপার-১২ পর্বে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান আফগানিস্তান সরাসরি খেলবে সুপার-১২ পর্বে ক্রিকইনফো

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন