গণপূর্তমন্ত্রীর সঙ্গে গ্রিনল্যান্ড-তিতিজায়ার গ্রুপের বৈঠক

বাংলাদেশের আবাসন খাতে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়া

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের উন্নয়ন দেখে বিস্ময় প্রকাশ করেছে মালয়েশিয়ার একটি ব্যবসায়ী প্রতিনিধি দল। অল্প সময়ে বাংলাদেশের এত উন্নয়ন দেখে দেশটির বিনিয়োগকারী প্রতিষ্ঠান গ্রিনল্যান্ড-তিতিজায়ার প্রতিনিধি দলটি মন্তব্য করেছে, অদূর ভবিষ্যতে বাংলাদেশীরা সোনার প্লেটে বসে খাবার খাবেন গতকাল গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশের আবাসন খাতে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ার প্রতিষ্ঠান গ্রিনল্যান্ড-তিতিজায়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লিম সুন পেংয়ের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল সকালে গৃহায়ন গণপূর্ত মন্ত্রী রেজাউল করিমের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করে। বৈঠকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান . সুলতান আহমেদ, গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব উম্মে সালমা তানজিয়া, রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্রকল্প পরিচালক উজ্জ্বল মল্লিকসহ গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মালয়েশিয়ার প্রতিনিধি দল বাংলাদেশের আবাসন খাতে বিজনেস টু বিজনেস অথবা পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় বিনিয়োগের প্রস্তাব দেয়। প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্য আকর্ষণীয় নতুন ধারণা হচ্ছে তরুণ কর্মজীবীদের জন্য মাইক্রোহোম তৈরির প্রস্তাব। বৈঠকে প্রতিনিধি দল জানায়, মাইক্রোহোম হবে একটি সমন্বিত ব্যবস্থা, যেখানে অফিস সুবিধার পাশাপাশি একই স্থানে আবাসন ব্যবস্থা, বিনোদনের সুবিধাসহ জীবনধারণের সব ব্যবস্থা থাকবে। ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে অবিবাহিত ছোট একক পরিবারের জন্য মাইক্রোহোম ধারণাটি অত্যন্ত সময়োপযোগী হবে। এরই মধ্যে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে আবাসন খাতে মাইক্রোহোম ধারণা বাস্তবায়ন করা হয়েছে।

গৃহায়ন গণপূর্তমন্ত্রী মালয়েশিয়ার প্রতিনিধি দলের উদ্দেশে বলেন, বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী বাংলাদেশে বিদেশী বিনিয়োগের সব সুযোগ-সুবিধা অগ্রাধিকার ভিত্তিতে নিশ্চিত করছেন। সরকার ১২০টির বেশি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। মালয়েশিয়ার কোম্পানি চাইলে রাজউকের পূর্বাচল, ঝিলমিল তুরাগ প্রকল্পে বিনিয়োগ করতে পারে। লক্ষ্যে তারা সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে এগিয়ে যেতে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন