জাপান সম্রাটের অভিষেকে যোগ দিতে আজ ঢাকা ছাড়ছেন রাষ্ট্রপতি

বণিক বার্তা ডেস্ক

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ জাপান সিঙ্গাপুরে আটদিনের সরকারি সফরে যাচ্ছেন। আজ ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তার। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিনের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস গতকাল তথ্য জানায়।

মো. জয়নাল আবেদিন বলেন, জাপান সফরকালে রাষ্ট্রপতি ২২-২৪ অক্টোবর অনুষ্ঠেয় দেশটির নতুন সম্রাটের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর ২৫-২৭ অক্টোবর সিঙ্গাপুর সফর করবেন তিনি।

সফরের সময়সূচি অনুযায়ী, সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইট রাষ্ট্রপতি তার সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ বিকালে উড্ডয়ন করার কথা রয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় উড়োজাহাজটি সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

সিঙ্গাপুরে তিন-চার ঘণ্টা যাত্রাবিরতির পর স্থানীয় সময় রাত ১০টা ৫০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের আরেকটি উড়োজাহাজযোগে রাষ্ট্রপতি জাপানের উদ্দেশে রওনা দেবেন। আগামীকাল স্থানীয় সময় সকাল পৌনে ৭টায় ফ্লাইটটি টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে। বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাবেন জাপানে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

টোকিও সফরকালে রাষ্ট্রপতি ২২ অক্টোবর বেলা দেড়টায় স্টেট হল অব ইম্পেরিয়াল প্যালেসে জাপানের নতুন সম্রাট নারুহিতো সম্রাজ্ঞী মাসাকোর অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন।

২৩ অক্টোবর রাষ্ট্রপতি জাপানের দ্বিতীয় বৃহত্তম নগরী ইয়োকোহামা সফর করবেন। একই দিন টোকিওর হোটেল নিউ ওটানিতে কসোভোর প্রেসিডেন্ট হাশিম থাওই বাংলাদেশ রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে দেখা করবেন। এছাড়া সেখানে জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে আয়োজিত এক ভোজসভায় অংশ নেয়ার কথা রয়েছে তার।

দেশে ফেরার আগে রাষ্ট্রপতি দুদিনের সফরে সিঙ্গাপুর যাবেন। ২৭ অক্টোবর রাত ১১টা ৪০ মিনিটে তিনি দেশে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন