আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক

বাংলাদেশের উচ্চ প্রবৃদ্ধিতে উচ্ছ্বাস কর্মসংস্থান নিয়ে উদ্বেগ

সাইদ শাহীন ওয়াশিংটন (যুক্তরাষ্ট্র) থেকে

সারা বিশ্বের দেশগুলোর মধ্যে বাংলাদেশ সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হবে। তবে সামষ্টিক অর্থনীতিতে প্রধান বাধা হবে কর্মসংস্থান করা। সারা বিশ্বেই কর্মসংস্থানে শ্লথ গতি থাকবে। সেক্ষেত্রে বাংলাদেশের অর্জনও বেশ শ্লথ হবে।

সম্মেলনের দ্বিতীয় দিনে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির আইএমএফ বিশ্বব্যাংকের বার্ষিক সভায় প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে আভাস দিয়েছে আইএমএফ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১৫ অক্টোবর সকাল ৯টায় ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রকাশ করে পূর্বাভাস দেয় সংস্থাটি। এতে বলা হয়, ২০১৯ অর্থবছরের আর্থিক মন্দা খানিকটা কাটিয়ে উঠতে পারে বড় দেশগুলো। ফলে নতুন গতি আসতে পারে বৈশ্বিক বাণিজ্য বিনিয়োগে। তবে বাণিজ্যযুদ্ধের প্রভাব থাকবে।

প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বলা হয়, চলতি ২০১৯ সাল শেষে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হবে দশমিক শতাংশ। এটা হবে বিশ্বের অন্যতম সর্বোচ্চ প্রবৃদ্ধি। খুব কম দেশই এত বেশি প্রবৃদ্ধি অর্জন করবে। কেননা বিশ্বব্যাপী আর্থিক মন্দার প্রভাবে বেশির ভাগ দেশে প্রবৃদ্ধি কমবে। শুধু তা- নয়, বৈশ্বিক প্রবৃদ্ধিও কমে দাঁড়াবে শতাংশে। তবে পরের বছর ২০২০ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি হবে দশমিক শতাংশ।

আউটলুক প্রকাশ অনুষ্ঠানে আইএমএফের মুখ্য অর্থনীতিবিদ গীতা গোপীনাথ জানান, বৈশ্বিক বাণিজ্য দ্বন্দ্ব ভূরাজনৈতিক বিষয়গুলো অগ্রগতির ক্ষেত্রে এখনো বড় বাধা, যা কাটিয়ে উঠতে নীতিনির্ধারকদের আরো বেশি সক্রিয় ভূমিকা পালন করতে হবে। মন্দা বিশ্ববাণিজ্যের শ্লথগতির জন্য ব্রেক্সিট জটিলতাকে দায়ী করা হয়।

তিনি জানান, বিশ্বব্যাপী কর্মসংস্থানের শ্লথগতি প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব  ফেলছে। তবে এসব বাধা উপেক্ষা করেও বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে উল্লেখ করে বাংলাদেশর অর্থনীতি সার্বিক অগ্রগতির প্রশংসা করা হয়েছে গতকালের অনুষ্ঠানে।

বিশ্ব অর্থনীতির অবস্থা একটা অস্থিতিশীলতার মধ্য দিয়ে সময় পারলেও বাংলাদেশ এতে ভালো করছে। এর অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয় অভ্যন্তরীণ চাহিদা উৎপাদন বৃদ্ধি, সেই সঙ্গে রেমিট্যান্সের উচ্চপ্রবৃদ্ধি শ্রমশক্তি। এর সঙ্গে বাড়তি সুবিধা যোগ করেছে বাংলাদেশে নির্মাণাধীন ১০০ ইকোনমিক জোন। এসব জোনে ব্যাপক কর্মসংস্থানের পাশাপাশি বাংলাদেশ রফতানি আয় বৃদ্ধির সুযোগ তৈরি করবে বলে মনে করে আইএমএফ।

তবে সংস্থাটি ধনী দেশগুলোর দ্বন্দ্ব আর উন্নয়নের সীমাবদ্ধতার ঊর্ধ্বে রেখেছে এশিয়ান টাইগারখ্যাত বাংলাদেশকে, যা স্পষ্ট হয়েছে তাদের এই আগাম বার্তায়। যেখানে বলা হয়েছে, দুই বছরে দেশটির

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন