বোলারদের দাপট চলছেই

ক্রীড়া প্রতিবেদক

 জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) বোলারদের দাপট অব্যাহত তৃতীয় দিন শেষেও চার ম্যাচ মিলিয়ে কোনো সেঞ্চুরির দেখা মেলেনি এমনকি সব মিলিয়ে তিনশোর্ধ্ব রানের ইনিংসের দেখা মিলেছে একটি দুই টেল-এন্ডার ব্যাটসম্যানের দাপটে ঢাকা মেট্রোই কেবল পেরেছে ৩০০ পেরোতে বাকি তিন ম্যাচের একটিতেও ৩০০ রান করতে পারেনি কোনো দল তৃতীয় দিন ব্যক্তিগত নৈপুণ্য বলতে বরিশালের কামরুল ইসলাম রাব্বির দাপুটে বোলিং এছাড়া বোলিংয়ে জাদু দেখিয়েছেন ঢাকা বিভাগের সুমন খান ব্যাটিংয়ে শতক দেখা না গেলেও বেশকিছু অর্ধশত রানের ইনিংস দেখা গেছে গতকাল

মিরপুরে টেল-এন্ডার জাভিদ হোসাইন শহিদুল ইসলামের নৈপুণ্যে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ঢাকা মেট্রো ২০১ রান তুলতেই সাত উইকেট হারিয়ে ফেলেছিল মেট্রো সেখান থেকে জাভিদ শহিদুলের অবিচ্ছিন্ন ১৪৮ রানের জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় মেট্রো উইকেটে ৩৪৯ রানে দিন শেষ করে তারা এর আগে প্রথম ইনিংসে ২৯০ রান করে চট্টগ্রাম

উইকেটে ৬৬ রানে দিন শুরু করেছিল মেট্রো দলীয় ১১৬ রানের মাথায় মাসুম খান ফিরিয়ে দেন শামসুর রহমানকে (৫৫) আল আমিনও রানের বেশি যোগ করতে পারেননি তাকে ফিরিয়ে দেন মিনহাজুল আবেদিন আফ্রিদি একইভাবে রান করে সেই মিনহাজুলের বলে সাজঘরের পথ ধরেন সৈকত আলী বোলিংয়ের পর ব্যাটিংয়েও আলো ছড়ানো মাহমুদউল্লাহ রিয়াদ (৬৩) আউট হন দলীয় ১৮৬ রানে ২০১ রানে সপ্তম উইকেট হিসেবে ফিরে যান আরাফাত সানি এরপর শুরু হয় জাভিদ-শহিদুলের প্রতিরোধ দুজনের ব্যাটেই ৫৯ রানের লিড নিয়ে নেয় মেট্রো উইকেট নেন চট্টগ্রামের মিনহাজুল

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন