মন্দা এড়ানোর আশা জিইয়ে রইল ব্রিটেনের

বণিক বার্তা ডেস্ক

আগস্ট নিয়ে তিন মাসে প্রত্যাশার চেয়ে বেশি প্রবৃদ্ধির দেখা পেয়েছে যুক্তরাজ্যের অর্থনীতি। আগস্টের ইতিবাচক প্রবৃদ্ধির খবরে খানিকটা চাঙ্গা দেশটির অর্থনীতি। এতে দেশটি মন্দায় পড়ার যে শঙ্কা তৈরি হয়েছিল, তা এড়ানোর কিছুটা হলেও সম্ভাবনা সৃষ্টি হয়েছে। খবর বিবিসি।

এদিকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে দেশটির অর্থনীতি নির্ঘাত সংকুচিত হতে যাচ্ছে বলে জানিয়েছে জাতীয় পরিসংখ্যান অফিস (ওএনএস) তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি সংকুচিত হয়ে পড়াটা দেশটির অর্থনীতির সার্বিক দুরবস্থার ইঙ্গিত দেয়। সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে দশমিক ৩ শতাংশ। এখানকার ম্যানুফ্যাকচারিং খাত দুর্বল থাকা সত্ত্বেও টিভি ও চলচ্চিত্র নির্মাণে চাঙ্গা ভাব দেখা যাওয়ায় তা সম্ভব হয়েছে। অন্যদিকে অনাকাঙ্ক্ষিতভাবে আগস্টে দেশটির অর্থনীতি দশমিক ১ শতাংশ কমেছে বলে জানিয়েছে ওএনএস।

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাজ্যের অর্থনীতি ২০১২ সালের পর প্রথমবারের মতো সংকুচিত হওয়ায় দেশটির প্রবৃদ্ধির পরিসংখ্যান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। বিশেষত দেশটি মন্দায় পড়ার বিভিন্ন দিক চিহ্নিত করায় এ উদ্যোগ নেয়া হয়। সেপ্টেম্বরের পরিসংখ্যান নিয়ে দেশটির তৃতীয় প্রান্তিকের প্রবৃদ্ধির চূড়ান্ত হিসাব পাওয়া যাবে বলে জানিয়েছে ওএনএস। তবে তৃতীয় প্রান্তিকের দ্বিতীয় মাসে তথা আগস্টে দেশটির অর্থনীতি সংকুচিত হওয়া সত্ত্বেও ওএনএসের জুলাইয়ে করা এ প্রান্তিকের প্রবৃদ্ধি পূর্বাভাস বাড়িয়ে দশমিক ৩ শতাংশ থেকে দশমিক ৪ শতাংশ নির্ধারণ করেছে।

ইতিবাচকভাবে সংশোধিত দেশটির তৃতীয় প্রান্তিকের প্রবৃদ্ধি পূর্বাভাস সম্পর্কে ক্যাপিটাল ইকোনমিকসের অর্থনীতিবিদ অ্যান্ড্রু উইশার্ট বলেন, প্রবৃদ্ধি পূর্বাভাস সংশোধনের অর্থ হলো, আমাদের অর্থনীতি মন্দায় পড়তে যাওয়ার যে শঙ্কা দেখা দিয়েছিল, তা কেটে গেছে। তবে সেপ্টেম্বরে দেশটির অর্থনীতি ১ দশমিক ৫ শতাংশ সংকুচিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ওএনএস। প্রসঙ্গত, ওএনএস দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রান্তিকওয়ারি পরিসংখ্যান দেখানোর জন্য মাসিক তথ্য ব্যবহার করে।

ওএনএস বলছে, মার্চে ব্রেক্সিটের আদি তারিখ থাকায় চলতি বছরের প্রথমার্ধে যুক্তরাজ্যের অর্থনীতিতে কিছুটা চাঙ্গা ভাব দেখা গেছে। এ সময় এখানকার পণ্য মজুদও কিছুটা বেড়েছে। এদিকে ওএনএসের জিডিপি বিভাগের প্রধান রব কেন্থ-স্মিথ বলেন, ম্যানুফ্যাকচারিং খাতে দুর্বল অবস্থা বজায় থাকা সত্ত্বেও সর্বশেষ তিন মাসে যুক্তরাজ্যের প্রবৃদ্ধি বেড়েছে। বিশেষত টিভি ও চলচ্চিত্র নির্মাণ খাত সেবা খাতকে চাঙ্গা করতে সহায়তা করেছে বলে জানান তিনি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন