স্বর্ণ ও হীরার তৈরি সর্পিল নকশার কানের দুল

ফিচার ডেস্ক

সাজসজ্জার অন্যতম অনুষঙ্গ গহনা। শখের এ অনুষঙ্গ না হলে নারীর আভিজাত্য যেন ফুটেই ওঠে না। তাই অভিজাত রুচির নারীর পছন্দের তালিকায় জায়গা করে নেয় বিশ্বের নামিদামি ব্র্যান্ডের গহনা। অন্যদিকে প্রিয়জনের জন্য উপহার হিসেবেও এর জুড়ি নেই। এসব বিবেচনায় রেখেই গহনা প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো তৈরি করে থাকে দারুণ নকশার দামি সব গহনা। বুলগারি তেমনই একটি ব্র্যান্ড, যা ফ্যাশনেবল ও অভিজাত রুচির নারীর পছন্দের তালিকায় সবসময়ই স্থান করে নিয়েছে।

শুধু অভিজাত রুচির লোকের প্রশংসা কুড়িয়েছে বিখ্যাত এ ব্র্যান্ড, তা-ই নয় বরং বুলগারির তৈরি সর্পিল গহনা বিশ্বের দরবারে আলাদা স্থান করে নিয়েছে। বুলগারি তাদের সারপেন্টি জুয়েলারি কালেকশনের অন্তর্ভুক্ত করেছে সার্পিল কানের দুল, যা তৈরি হয়েছে ১৮ ক্যারেট রোজগোল্ড ও ২ দশমিক ১৮ ক্যারেট হীরা দিয়ে।

সাপের মাথার আদলে তৈরি এ কানের দুলের নকশা সত্তরের দশকের গহনার অনুকরণে করা হয়েছে। এমন একটি কানের দুল নিজের গহনার বাক্সে রাখতে হলে খরচ হবে ৩৬ হাজার ৭০০ ইউরো।

 

সূত্র: বুলগারি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন