বাংলাদেশ-ভারত পানিসম্পদ সচিব পর্যায়ের বৈঠক কাল

নিজস্ব প্রতিবেদক

আট বছরেরও বেশি সময় পর বাংলাদেশ-ভারত পানিসম্পদ সচিব পর্যায়ের বৈঠক হতে যাচ্ছে। আগামীকাল রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় সকাল সাড়ে ১০টায় এ বৈঠক শুরু হবে। বৈঠকে যোগ দিতে ভারতের পানিসম্পদ সচিব উপেন্দ্র প্রসাদ সিংয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল ঢাকায় এসেছে। বিমানবন্দরে তাদের স্বাগত জানান বাংলাদেশের পানিসম্পদ সচিব কবির বিন আনোয়ার।

ভারতীয় প্রতিনিধি দল গতকাল সন্ধ্যায় ধানমন্ডির ‘বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর’ পরিদর্শন করে। পরিদর্শনকালে ভারতের পানিসম্পদ সচিব শোক বইয়ে স্বাক্ষর করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এ সময় বাংলাদেশের পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, উপসচিব কাজি মো. আবদুর রহমান, বঙ্গবন্ধু জাদুঘরের কর্মকর্তারা ভারতের এ কর্মকর্তাকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখান।

সচিব পর্যায়ের এ বৈঠক চলবে আজ বিকাল সাড়ে ৫টা পর্যন্ত। এরপর সন্ধ্যা পৌনে ৬টায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবেন তারা।

উল্লেখ্য, ২০১১ সালের ১০ জানুয়ারি ঢাকায় এবং ৬ জুন নয়াদিল্লিতে সর্বশেষ বাংলাদেশ-ভারত পানিসম্পদ সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে ২০১০ সালের মার্চে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের মন্ত্রী পর্যায়ের বৈঠক হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন