টেইলর সুইফটের বিলাসী জীবনযাপন

ফিচার ডেস্ক

রিয়েল এস্টেটে বিনিয়োগ করার ক্ষেত্রে সুইফট সবসময়ই আগ্রহী। যুক্তরাষ্ট্রেই তার আটটি মালিকানা রয়েছে। সুইফটের গ্যারেজে রয়েছে পোর্শে ৯১১, মার্সিডিজ বেঞ্জ ভিয়েনো, অডি আর এইটসহ টয়োটা সিকোইয়া মডেলের গাড়ি। আর বিশ্বভ্রমণের জন্য তার সংগ্রহে আছে দু-দুটি ডিসল্ট ফ্যালকন জেট

চলতি বছর ফোর্বসের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত সেলিব্রিটির তালিকায় রয়েছে টেইলর সুইফট। এ ‘ব্যাড ব্লাড’ গায়িকা গত এক বছরে আয় করেছেন ১৮৫ মিলিয়ন ডলার। বর্তমানে তিনি ৩৬০ মিলিয়ন ডলার সম্পদের মালিক। এই প্রথম সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত হিসেবে এ তালিকায় কোনো সংগীতশিল্পী দ্বিতীয়বারের মতো জায়গা করে নিয়েছেন। তাহলে কারইবা আগ্রহ হবে না টেইলর সুইফটের বাড়ি, গাড়ি বা বিলাসবহুল লাইফস্টাইল সম্পর্কে জানতে। এ নিয়েই এবারের আয়োজন—

রিয়েল এস্টেটে বিনিয়োগ করার ক্ষেত্রে সুইফট সবসময়ই আগ্রহী। যুক্তরাষ্ট্রেই তার আটটি মালিকানা রয়েছে। সব মিলিয়ে তা ৮৪ মিলিয়ন ডলার মূল্যবান বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে তার সবচেয়ে দামি অ্যাপার্টমেন্টটি অবস্থিত ট্রাইবেকার একটি ভবনে, যার দাম ২০ মিলিয়ন ডলার। তাছাড়া লস অ্যাঞ্জেলেস, রদ আইল্যান্ড ও মিয়ামিতে তার বাড়ি রয়েছে।&dquote;&dquote;

প্রথম সারির তারকাদের সংগ্রহে বিলাসবহুল গাড়ি থাকবে না, এটা যেন ভাবাই যায় না। টেইলর সুইফটের বেলায়ও এর ব্যতিক্রম নয়। তার বিভিন্ন ভিডিও ক্লিপে দেখা মেলে বিলাসবহুল এসব গাড়ির। সুইফটের গ্যারেজে রয়েছে পোর্শে ৯১১ মডেলের একটি গাড়ি, যার দাম ১ লাখ ডলার। আরো রয়েছে মার্সিডিজ বেঞ্জ ভিয়েনো, অডি আর এইট। এসব গাড়ির মধ্যে সবচেয়ে বেশি মূল্যবান হচ্ছে টয়োটা সিকোইয়া, যার মূল্য ৬ লাখ ৫০ হাজার ডলার।

শুধু বিলাসবহুল গাড়িই নয়, টেইলর সুইফট যেহেতু বছরের বিভিন্ন সময় বিশ্বের বিভিন্ন স্থানে ভ্রমণে যান, সেহেতু তার সংগ্রহে ব্যক্তিগত জেট থাকাটা অস্বাভাবিক কিছু নয়। সুইফটের সংগ্রহে রয়েছে দু-দুটো ডিসল্ট ফ্যালকন জেট। এ দুটো কিনতে প্রতিটি জেটের পেছনে তার খরচ হয়েছিল ৪০-৪৫ মিলিয়ন ডলার। প্রতিটি জেটে রয়েছে ১২টি করে সিট।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন