ডেঙ্গু মোকাবিলায় ঢামেক আইসিইউতে নতুন ৫০ বেড

বণিক বার্তা অনলাইন

ডেঙ্গু মোকাবিলার অংশ হিসেবে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নতুন করে ৫০টি বেড সংযোজন করা হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। আজ মঙ্গলবার অধিদফতরে ডেঙ্গু জ্বরের প্রকোপ মোকাবিলার লক্ষ্যে অনুষ্ঠিত নিয়মিত এক সভায় এ কথা জানানো হয়েছে।

এতে অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ সভাপতিত্ব করেন। সভায় বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, আইসিইউয়ে সিট বাড়ানোর প্রক্রিয়া চলছে। দুই-একদিনের মধ্যে এসব বেড প্রস্তুত হয়ে যাবে।

এ ছাড়াও ঈদের ছুটিতে ডেঙ্গুর ধকল সামলাতে সারা দেশে কমিউনিটি ক্লিনিকগুলোতে সার্বক্ষণিক সেবা চালু রাখতে প্রয়োজনীয় জনবল ও লজিস্টিক নিশ্চিত করতে বলে স্বাস্থ্য অধিদফতর। ঈদের ছুটিতে দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতালের হেল্প ডেস্ক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. সানিয়া তহমিনা, হাসপাতাল সার্ভিস ম্যানেজমেন্টের লাইন ডিরেক্টর ডা. সত্যকাম চক্রবর্তী, জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার ডা. এমএম আক্তারুজ্জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

দেশে সবচেয়ে বেশি রোগী সামলানো এই হাসপাতালে বর্তমানে আইসিইউতে ৬২টি শয্যা রয়েছে, যার মধ্যে ৩০টি নবজাতকদের জন্যে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন