কেনাকাটায় অনিয়ম

রেলের ১০ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক I চট্টগ্রাম ব্যুরো

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

রেলের বর্তমান ও সাবেক সরঞ্জাম নিয়ন্ত্রকসহ ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রেলের দরপত্র ও কেনাকাটায় ঠিকাদারের সঙ্গে যোগসাজশে অনিয়ম ও অর্থ আত্মসাতের ঘটনায় বুধবার দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এ বাদী হয়ে দুটি মামলা দায়ের করেন দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. আহসানুল কবীর পলাশ।

প্রথম মামলার (নং- চট্টগ্রাম: ৩৩১০০ তাং- ১৭/০৯/২০২৪) অভিযুক্তরা হলেন—বাংলাদেশ রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক ফরিদ আহমেদ, সাবেক অতিরিক্ত প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক (বর্তমানে উপসচিব-বেজা) মুহাম্মদ রাশেদুল আমিন, প্রধান যন্ত্র প্রকৌশলী (পূর্ব) তাপস কুমার দাস এবং ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ট্রেড অ্যান্ড টেকনোলজির স্বত্বাধিকারী এএসএম ইকবাল মোর্শেদ। আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতা অপব্যবহার করে পিপিআর-২০০৮-এর ধারা লঙ্ঘন করে, মালামাল সরবরাহ না করে সরকারের ১ কোটি ৩৭ লাখ ৮৭ হাজার টাকা ক্ষতি/আত্মসাৎ করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন