বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

ছবি : পিআইডি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে সফররত বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজারের নেতৃত্বে নয় সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে স্বচ্ছতা ও জবাবদিহির বিষয়ে আলোচনা হয়।

বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টসহ প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে উপদেষ্টা ফাওজুল কবির খান জানান, দায়িত্ব গ্রহণের পর স্বল্প সময়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, ‘বড় প্রকল্পের পরিবর্তে ছোট ছোট প্রকল্পের মাধ্যমে স্বল্প খরচে দ্রুততম সময়ে সেগুলো বাস্তবায়নের নির্দেশনা দেয়া হয়েছে। এ সময় নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন