যুবককে পিটিয়ে হত্যার ঘটনা তদন্তে কমিটি, সন্ধ্যার মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

ছবি— সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলের অতিথিকক্ষে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা তদন্তে একটি কমিটি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) হল কর্তৃপক্ষ এ কমিটি গঠন করে। 

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শাহ মো. মাসুম স্বাক্ষরিত এক নির্দেশে এ কথা জানানো হয়। সাত সদস্যের কমিটিতে একজনকে আহ্বায়ক ও ছয়জনকে সদস্য করা হয়েছে। ঘটনা তদন্ত করে আজ সন্ধ্যা ৬টার মধ্যে এ কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে হলের আবাসিক শিক্ষক অধ্যাপক ড. আলমগীর কবীরকে। বাকি সদস্যরাও বিভিন্ন বিভাগের শিক্ষক।

এদিকে আরেক নির্দেশনায় হলের প্রাধ্যক্ষ পিটিয়ে যুবককে হত্যার ঘটনার প্রত্যক্ষদর্শীদের দুপুরে কমিটির সামনে উপস্থিত হয়ে সহায়তা করার জন্য বলা হয়েছে। 

গতকাল বুধবার রাতে কয়েক ঘণ্টা ধরে পিটিয়ে তোফাজ্জল হোসেনের (৩২) নামে ওই যুবককে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে। নিহত তোফাজ্জলের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলি ইউনিয়নে। পরিচিত অনেকে তাকে মানসিক ভারসাম্যহীন বলে চিহ্নিত করেছেন।

পুলিশ জানিয়েছে, চোর সন্দেহে গণপিটুনির পর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন