শস্য উৎপাদন পূর্বাভাস সংশোধন ফ্রান্সের

গত ৪০ বছরের সর্বনিম্নে নামতে পারে গম উৎপাদন

বণিক বার্তা ডেস্ক

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

ফ্রান্সে গত শরৎকাল থেকে অতি বৃষ্টির কারণে বীজ বপন সময়সীমা পিছিয়েছে। ফলে শস্যে রোগবালাইসহ অন্যান্য সমস্যা দেখা দিয়েছে। কারণে পর্যবেক্ষকরা নিয়মিত শস্য উৎপাদনের পূর্বাভাস সংশোধন করছেন। দেশটির  কৃষি মন্ত্রণালয় মঙ্গলবার চলতি বছরের জন্য আবারো গম, ভুট্টা, যবসহ অন্যান্য শস্যের উৎপাদন পূর্বাভাস সংশোধন করেছে। খবর রয়টার্স।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় শস্য উৎপাদনকারী দেশ ফ্রান্স। দেশটির কৃষি মন্ত্রণালয়ের দেয়া পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর ফ্রান্সে গমের (সফট হুইট) উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ২৭ শতাংশ কমতে পারে। সময় উৎপাদন পৌঁছতে পারে কোটি ৫৭ লাখ ৮০ হাজার টনে। এটি ১৯৮৬ সালের পর অর্থাৎ গত ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন। আগের মাসে দেয়া পূর্বাভাসে পরিমাণ ছিল কোটি ৬৩ লাখ ২০ হাজার টন।

ফ্রান্সের কৃষি মন্ত্রণালয় যব উৎপাদনের পূর্বাভাসও সংশোধন করেছে। চলতি বছর শস্যটির উৎপাদন গত বছরের তুলনায় ১৮ শতাংশ কমে কোটি ৫০ হাজার টনে নেমে যেতে পারে। আগের মাসের দেয়া পূর্বাভাসে এর পরিমাণ ছিল কোটি লাখ টন। এর মধ্যে শীতকালীন যবের উৎপাদন ২৮ শতাংশ ৭০ লাখ টনে নেমে যেতে পারে। তবে বসন্তকালীন যবের উৎপাদন ১৮ শতাংশ বেড়ে ৩০ লাখ ৫০ হাজার টনে পৌঁছতে পারে।

ফ্রান্সে চলতি বছর ভুট্টা উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ বাড়তে পারে। সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, সময় শস্যটির উৎপাদন পৌঁছতে পারে কোটি ৪৩ লাখ ৯০ হাজার টনে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন