ভিয়েতনামে কফির দাম কিছুটা বেড়েছে

বণিক বার্তা ডেস্ক

ভিয়েতনামে নভেম্বরে সরবরাহের জন্য রোবাস্তা কফির দাম টনপ্রতি ১১১ ডলার বেড়েছে ছবি: রয়টার্স

টাইফুন ইয়াগির পর ভিয়েতনামের সবচেয়ে বড় কফি উৎপাদনকারী অঞ্চল সেন্ট্রাল হাইল্যান্ডস এলাকায় উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি। তবে আগামী মাসে ফসল তোলার সময় পর্যন্ত দেশটিতে বাণিজ্যিক কার্যক্রম নিম্নমুখী থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে ভিয়েতনামে গত বৃহস্পতিবার অভ্যন্তরীণভাবে কফির দাম আগের সপ্তাহের তুলনায় কিছুটা বেড়েছে। খবর বিজনেস রেকর্ডার।

সেন্ট্রাল হাইল্যান্ডসে কৃষকরা গত বৃহস্পতিবার প্রতি কেজি কফি বিক্রি করেছেন ১ লাখ ২১ হাজার থেকে ১ লাখ ২১ হাজার ৫০০ ডংয়ে (৪ ডলার ৯৩ সেন্ট থেকে ৪ ডলার ৯৫ সেন্টে), আগের সপ্তাহে যা ছিল কেজিপ্রতি ১ লাখ ১৯ হাজার থেকে ১ লাখ ২০ হাজার ৫০০ ডং।

এদিকে দেশটিতে নভেম্বরে সরবরাহের জন্য রোবাস্তা কফির দাম ১১১ ডলার বা ২ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৫ হাজার ৮ ডলারে।

দেশটির এক কফি ব্যবসায়ী বলেন, ‘‌লন্ডনের বাজারে কফির দাম আগের সপ্তাহের শুরুর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দাম বাড়ার পেছনে ভূমিকা রেখেছে টাইফুন ইয়াগি নিয়ে খবর ও ভিয়েতনামের কর্তৃপক্ষের কম কফি রফতানির তথ্য।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন